গত কয়েক মাস ধরেই রাশিয়ার অভিযান নিয়ে নানা অসন্তুষ্টির কথা জানিয়ে আসছেন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। বারবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ জোরদার করার আহ্বান জানিয়েছেন। কিছু ফ্রন্টে রুশ সেনাদের পিছু হটা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন তিনি। এত আধুনিক অস্ত্র রেখে কেনো ধুকে ধুকে যুদ্ধ করছে রাশিয়া তা নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে গেছেন কাদিরভ। তবে সোমবার ইউক্রেনজুড়ে মিসাইল হামলার পর তিনি জানালেন, এবার তার মন ভরেছে। এ খবর দিয়েছে প্রাভদা।
খবরে জানানো হয়, রাশিয়া যেভাবে নতুন করে অভিযান শুরু করেছে তা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে সন্তুষ্টির কথা বলেন কাদিরভ। তার ভাষায়, ‘যেভাবে এখন অভিযান চলছে তাতে আমি শতভাগ খুশি।’ ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই তিনি টেলিগ্রামে ওই বার্তা দেন। এতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, জেলেনস্কি এখন কিয়েভসহ অন্য শহরে রকেট হামলা নিয়ে অভিযোগ তুলছেন। অথচ লুহানস্ক এবং দনেতস্কের বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার উপরে বোমা ফেলা তাদের কাছে স্বাভাবিক মনে হতো।
এখন যখন নিজের মাথার উপরে বোমা পড়ছে তখন তার মনে হয়েছে, এটা হওয়া উচিৎ না। মূলত গত আট বছর ধরে ডনবাসে ইউক্রেনের অভিযানের কথা বুঝিয়েছেন কাদিরভ। তিনি আরও বলেন, জেলেনস্কি আপনি পালান। দৌড়ান, জেলেনস্কি দৌড়ান। পেছনে তাকিয়েন না আর।
কোর্টেসি: মানবজমিন
জেলিনেসকিরে এয়ার ডিফেন্স সিসটেম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এইবার খেলা জমবে। ব্লগার শাহ আজিজ এইবার আমেরিকান এয়ারডিফেন্স সিসটেমের গুনগান নিয়ে পোষ্টাবেন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০০