ছেলে হয়েছেন, কাঁধে তাই অনেকরকম দায়িত্ব। সংসার আর অফিস এই দুই সামলাতে গিয়ে মাঝে মাঝে হিমসিম খেয়ে যেতে হয়। তবে এতকিছুর মাঝখানে খেয়াল রাখছেন তো আপনির ত্বকের? আপনার ত্বকই আপনার আত্মবিশ্বাস আর অ্যাটিটিউড ধরে রাখে। পাশাপাশি আপনার কনফিডেন্ট লুক আপনার বাড়ির লোকদেরও ভরসা জোগায়।
অথচ কাজের জন্য রোদ, বৃষ্টি, ঝড়, জল কোনকিছুই মানলে চলে না। কিন্তু এসবের জন্যই মুখের ত্বকে জমতে থাকে ময়লা যা ব্রণ বা ডাল ফেসের বড় কারণ হয়ে দাঁড়ায়। এতকিছু সামলেও কীভাবে যত্ন নেবেন আপনার মুখের? আজকের এই প্রতিবেদনে রইল তারই হদিশ।
ক্লিনজার:
ছেলেদের মুখের ত্বক মেয়েদের ত্বকের তুলনায় শক্ত আর রাফ হয়। তাই যে সে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার কখনই নয়। বরং বাছতে হবে এমন ক্লিনজার যা আপনার ত্বকের গভীরে গিয়ে মৃত কোশগুলোকে বের করে দেবে। একইসঙ্গে ত্বকের উপর লেগে থাকা ধুলোময়লা সমেত জীবাণুও পরিস্কার করবে। তা বলে এমন ক্লিনজার কখনই নয় যা আপনার ত্বককে শুষ্ক করে দেয়। ত্বকের আর্দ্রতা কোনওভাবেই নষ্ট হয় না, এমন ক্লিনজারই সবসময় ব্যবহার করুন। কখন ব্যবহার করবেন ক্লিনজার? অফিসে বা বাইরে থেকে ফিরে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। দিনের শেষেই আমাদের ত্বক সবচেয়ে ক্লান্ত থাকে। তাছাড়া বাড়ি ফিরে আপনি যখন বিশ্রাম নেন, তখন আপনার ত্বকও কিন্তু বিশ্রাম নেয়। তাই দিনের শেষে বিশ্রামের আগে ক্লিনজার কিন্তু মাষ্ট।
আমি একটি ক্লিনজার ব্যবহার করি। যেটি ব্যবহার করে আমি এক সপ্তাহে ভালো ফল পেয়েছি। আপনারা এই ক্লিনজারটি কিনতে চাইলে এই লিংকে ক্লিক করুন: Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ রাত ৯:২০