আরেকটি ক্রান্তিকাল পেরিয়ে যায়
নিতান্ত উদাসীনতায়।
অনেক পাবার আকাঙ্খা নাই
তাই না পাবার শংকা নাই।
কোন সঞ্চয় নাই
হারাবার ভয় নাই।
নাই নাই কিছু নাই
আর কোন আশা নাই
কোন ভালবাসা নাই।
ভ্রান্তিহীন জীবনে এখন
সুখ নাই; শান্তি খুব আছে!
স্বপ্ন নাই; স্বস্তি আছে ঢের!!
ঘুম নাই, ঘুমের ঘোরে দুঃস্বপ্ন নাই
কাজ নাই, কাজের ক্লান্তিও নাই।
শীতার্ত সময়ের আড়ষ্ট হাতে
ঝরে যায় জীবনের শেষ পাতাটিও।
আরেক বসন্ত পাবার ভরসা নাই
আবার ফুল ফোটাবার উচ্চাশা নাই।
তবু বসন্ত যদি আসে কখনো
ফিরব আবার নতুন পাতায়।
সুবাসিত ফুল, নতুন মুকুল
সুস্বাদু ফল, নব শতদল
কোকিলের গানে, মুখরিত প্রাণে
ফিরেও আসতে পারি আরেক ফাগুনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২