ঝরে গেলে একেকটি সবুজপাতা, নীলচে অথবা কালো
ছাই হওয়া কারো ঠোঁটের উঠোনে নীভে গেলে লাল আলো
বংশী পুড়ানো মন
গুনেগুনে দিন নিপাত করা, আমার আর কতক্ষণ
প্রবল ফাগুনে প্রজাপতি জলে উল্লাসে ভাসমান
তারায় নিকানো জোৎস্না জঞ্জালে প্রত্যুষা আসমান
ডেকে ডেকে কয় গুনি
তোমার অনন্ত ডাকিছে তোমারে, সময়ে লও শুনি
মূর্ধা মুর্ছনা মুহুর্মুহু সূর্যাস্ত শ্মশানে বাজে
মৃত আমিই লুকায়ে রয়েছে ফুটন্ত আমিটির ভাঁজে।