এইটা এক মনস্তাত্বিক চক্র। আসেন দেখি কি হৈতাসে চক্রে:::::::::::::
|||||||||||||||||||||||||||||||||||||||||||| প্রশ্ন ফাঁস যারা করে কেন করে? চাহিদা আছে বৈলাই করে।
চাহিদা আছে কেন? বলদীয় জেনারেশন পয়দা হৈতাসে স্কুলগুলাতে তাই।
বলদীয় জেনারেশন কেন পয়দা হৈতাসে? কারণ আধুনিক করার নাম দিয়া শিক্ষাব্যবস্হার সর্বনাশ করা আর পরীক্ষার গ্রেডিং ব্যবস্হা ধ্বংস কৈরা ফেলা।
আধুনিক করার কারণ কি? পাশের হার বাড়ছে দেখানি, এদিকে যে আবাল পয়দা হৈতাসে সেই খবর নেই।
তাইলে আবাল পাশ করানির উপায় কি? প্রশ্ন ফাঁস কৈরা দাও |||||||||||||||||||||||||||||||||||||
চক্র ভালই কাজ করতাছিল। সমস্যা হৈল আবাল এত বাইরা গেছে এবং আবালদের অভিভাবকরাও আবালদের সোনালী সাফল্যের জন্য এত কাঙাল হয়া গেছে যে যারা প্রশ্ন বানায় তারা মার্কেট ধরতে নৈতিকতা নিয়া চিন্তা করতাসে না আর।
মজা অনেক বেশি হয়া গেছে এখন আর ঘটনা নিয়ন্ত্রণের মধ্যে নাই, এর উপরে মিডিয়া বাড়াবাড়ি রকমের প্রচার করাতে এখন সবার টনক নড়ছে।
থামানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়> ২০১৮ ব্যাচের সবডিরে ফেল ঘোষণা কৈরা কারিগরি শিক্ষায় পাঠায়া দেও। এই আবালগুলা কোন কাজে কোনদিনই দেশের কোন কাজে আসবে না সৃজনশীল আবাল হওয়া ছাড়া। কারিগরিতে গেলে অন্তত ভবিষ্যতে বাংলাদেশে যে শুণ্যতা হৈব সেইটা এরা পূরণ করতে বাধ্য হৈব।
পাদটীকা: হুদাই চুলকানির চেষ্টা কৈরা লাভ নাই, আমার নিজের দুই ভাইগ্না আর এক ভাতিজী এইবার এসএসসি দিতাসে। দুষ্ট গরুর চেয়ে শুণ্য গোয়াল ভাল।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২