যেই কাজটা এরকমকি ছোট বুশেও করে নাই; নতুন গাধাটা সেই কাজটা কৈরা ফালাইসে শেষ পর্যন্ত। জেরুজালেম এখন থিক্যা ইহুদী রাষ্ট্র ইজরায়েলের রাজধানী।
এই শহরটারে আগের কেউ এইভাবে সরাসরি রাজধানী ঘোষণা দেয় নাই কারণ দিলে সামলান কঠিন হৈত। আরাফাত মারা যাওয়ার পর দূরদৃষ্টিসম্পন্ন কোন নেতাও নাই ফিলিস্তিনের। আগের পটকা ফুটানি পাতিমাস্তানরা এখন সর্বেসর্বা। আরবরা কয়েকটা দলে ভাগ হয়া ইরানের সাথে ঝগড়া করে। সুযোগটা ভালমতই কাজে লাগাইছে রঙিন চুলের গাধাটা।
মধ্যপ্রাচ্য সবসময় একটা টাইমবুম, এগুলারে নিয়া ভুলভাবে নাড়াচাড়া করলে পশ্চিমা দুনিয়ার লাভ, কিন্তু এশিয়ার অবস্হা কি হয় সেইটা আবার কয়েকটা দেশ বুঝে। ফ্রান্স কঠিনভাবে গাধাটার বিরুদ্ধে প্রতিবাদ কর্সে।
ইমপিচমেন্টের একটা চেষ্টা চলতাসে দুর্বলভাবে। এই গাধাটারে দল থিক্যা কান ধৈড়া টাইন্না না নামাইলে আরও কত ম্যাসাকার লাগাইব খোদা জানে।
বড় বুশ, ছোট বুশ, ক্লিনটন, ওবামা, এগুলার কথা মনে পড়লে এখন দীর্ঘশ্বাস আসে। আগে কি সুন্দর দিন কাটাইতাম ❀ヅ❤♫
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬