গতকালকে না পরশু দেখলাম ঢাকার সিটি করপোরেশন নতুন বাস নামানির জন্য বাস মালিকদের সাথে দেনদরবার কর্তাসে। আজকে বুঝলাম কারণ কি, সব রাস্তারে খাল বানায়া রাক্সে, আমজনতা যেন রাস্তা নিয়া গালি না দেয় সেই জন্য নতুন বাস কিনার ফন্দি। এরকম ইসমার্ট সিটি কর্পোরেশনের মেয়ররা আরও ইসমার্ট, নিঃসন্দেহে।
সারাটা বছর রাস্তা কাটে এরা। কয়েক বছর আগে দেক্তাম বর্ষাকালে যেন কম কাটা হয় সেটা নিয়া ভাবব কৈত। এখন সেইটাও নাই। এমনেই রাস্তা কম, সেগুলারেও খাল কাইটা গলি বানায়া ফালাইসে।
লোকজন পানিবন্দি, অফিসে না যায়া ঘরে রুপচর্চা কৈরা ডিশে হিন্দি সিনামা দেইখ্যা আরও ইসমার্ট হৈব এই মহা উপলক্ষ্যে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬