আজকের এই ট্রাবেল পোষ্টটি যারা ঘানায় বেড়াতে যেতে চান তাদের জন্য। ঘানায় গিয়ে কোন বিষয়গুলো করবেন না তার তালিকা। একজন উদ্দাম উত্তাল অভিযাত্রীর মূল্যবান অনুবাদ গাইড থেকে অনুপ্রাণিত হয়ে পোষ্ট অনুবাদ করেচি। আফনাদের সকলের দোয়া আমার কাম্য।
তো চলুন দেখা যাক- ঘানায় কি কি করা নিষেধ।
১. ঘানায় থাকা অবস্হায় মুখে স্নো পাউডার মাখবেন না। এতে তারা বাংলাদেশিদের সাদা চামড়া মনে করে অপমানিত বুধ করপে।
২. ঘানার সাগরতীরে সাতারের নেংটি পরে ঘুরবেন না। এতে তাদের আদিবাসীদের অপমান করা হয়। সুইমিং কস্টিউম পড়লে উপরে কমপ্লিট স্যুট বা বুরকা পড়ে নিবেন।
৩. অনন্ত জলিলের নাম সম্মানের সাথে উচ্চারণ করবেন ঘানার সরকারী লোকজনের সামনে। জলিল ভাই ঘানার বংশদ্ভুত বলে ঘানার লোকজন গর্বিত।
৪. অনন্ত জলিলের নাম ঘিন্নার সাথে উচ্চারণ করবেন ঘানার বিরোধী দলের লোকজনের সামনে। জলিল ভাই বাংলাদেশে পাড়ি জমায়া ঘানার মানসম্মান ডুবাইসে বইলা মনে করে ঘানার বিরোধী দল।
৫. আক্রার এমসিডোনাল্ডস নামের দোকানে যায়া বুর্গার খাবেন। বুর্গার হল একধরণের আফ্রিকান খাবার।
৬> আটলান্টিক উপসাগরে সাতার কাটা। ঘানায় গেলে আটলান্টিকে লাফ-ঝাফ না করে বাড়ি ফিরে আসবেন না। পাপ হবে, মহাপাপ!
৭> কুঈজিন খাবেন গপগপ করে। কুঈজিন হল সামুদ্রিক খাবার। হালাল-হারাম ইত্যাদি চিন্তা না করলেও চলবে কারন সাগরের সব কিছু হালাল।
৮. কারো নাকে হাত দেয়া ঘানার লোকজন পছন্দ করে না। কারো নাকে যেন হাত না লাগে সেদিকে খেয়াল রাখুন। লেগে গেলে টিস্যু দিয়ে তার নাক মুছে দিন এবং নিজে নাকে খত দিন।
৯. ঘানার প্রেসিডেন্টের ছবি তুলবেন না। এটা অসম্মানজনক ভাবা হয়। প্রেসিডেন্টের সাথে সেলফি তোলাটাও ভয়ংকর রকমের অসম্মানজনক।
১০. রাগ দেখাবেন না। সব সময় সবার সাথে লুতুপুতু করে কথা বলবেন। কোন বিষয় আপনাকে যেন উত্তেজিত না করে তুলে। কারন চেতলে ঘানার লোকজন জিন্দা মানুষ খায়া ফালায়।
১১> কাটা-চামচ ব্যবহার করে খাবার খাওয়া যাবেনা। এবং চাইনিজদের মত কাঠিও ব্যবহার করা যাবে না। দস্তরখানে বইসা হাত দিয়া মাখায়া খাবেন।
১২> রাতে ঢোল বাজাবেন না। ঘানার লোকজন ঢোল পিটায়া শয়তান খেদায়। সেই সাথে ওরা বিশ্বাস করে রাতে শয়তান না থাকলে ট্রাম্প ঘানা দখল করে নেবে।
১৩> ঘানা এয়ারওয়েজে শুধু নেংটি পড়ে ভুভুজিলা হাতে উঠবেন না। ঘানা এয়ারওয়েজে অনন্ত জলিলের সিনামা দেখালে উঠে দাড়িয়ে সম্মান দেখাবেন।
অতিরিক্ত:
বাংলাদেশের বা অনন্ত জলিলে দুর্নাম হয় এমন কিছু ঘানায় গিয়ে করবেন না। সব সময় সৎ ও বিনয়ী থাকুন। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। ঘানার নাগরিকদের কেউ বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাইলে তাকে অনন্ত জলিল এবং দেওয়ানবাগ দরবার শরীফ সম্পর্কে ভাল তথ্য দিন। কখনই দেওয়ানবাগ দরবার শরীফের বিষয়ে কোন খারাপ কিছু বলবেন না। দেওয়ানবাগ শরীফের দোয়া নিয়া গেলে ঘানার বিশা সহজে পাওয়া যায়।
রেফাড়েঞ্চ:
http://www.somewhereinblog.net/
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২