রমজান মাস আইলে আশেপাশের সব ঘুষখোররে দেখি মাথায় টুপি লাগায়া আপিসে বসে। ঘুষ খাওয়া বন্ধ হয় না। একজনরে দেখতাম টুপি খুইলা টেকা নিত টেবিলের তলে দিয়া। হা হা।
রমজানের ঈদ সবচেয়ে বড় ব্যবসার উপলক্ষ্য সব ব্যবসায়ীর জন্য। দুই টেকা দামের জিনিষ ছয় টাকা দাম চায়া সাড়ে তিন টেকায় বিক্রি করে। কারণ জিগাইলে কয় সারা বছরে এইটাই ব্যবসা, বাকি সময় মাছিও উড়ে না। আরে বেকুব, সারা বছরের সব টেকা তোমরা একবারে লুটপাট কৈরা নিলে জনতা আবার আইব কেমনে?
ইফতারের বাজার আরেক হাংগামা। পঁচা, বাসি তেলতেলা খাবার জনতা হাঁকডাকের চোটে খায়া ফেলায় পকেট খালি কৈরা। যারা এই কাজগুলা কর্তাসে, একটাবারও চিন্তা করে না লোক ঠকানোর পরিণতি কি।
রমজান হওয়ার কথা সংসমের মাস। এদের দেখলে মায়া লাগে। এগর বিচার আল্লাহ করব খালি এই আশাতেই থাকি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬