নিউ ইয়র্কে বেশ ঠান্ডা পড়ছে কয়দিন হয়, সাথে ব্যাপক তুষারপাত জনজীবন আইঠ্যা কলা বানায়া ফেলছে। দেশে ফিরব সামনের শুক্রবার, গতকাল বিকালে পুরান ইয়ার দোস্তদের নিয়া আড্ডায় বসছিলাম। আমেরিকার ক্ষেমতায় কে আইল আর কে গেল এদেরও খুব যায় আসে না, বছরে দুয়েকটা বড় রিসার্চ গ্রান্ট পাইলেই এরা খুশি, ছাত্র ধৈড়া রাখতে পারব চেয়ার টেবিল সহ। এগর একজন কইতাছে বাকর মিয়া আছ তো সুখে, বীমা করা না থাকলেও তোমাদের বাঁচা-মরার চিন্তা করতে হয় না। আমি জিগাইলাম কেন? তখন শুনলাম ওর কাছে দুঃশ্চিন্তার খবর।
ইন্স্যুরেন্স।।। এইটা আমার ঐ দোস্তের একার না, ওর ছাত্রদের জন্যও। দুনিয়ার বেবাক আজাইড়া জায়গায় টাকা জলের মত অপচয় হৈতাছে, আর ট্রাম্প মিয়া খুইজা বাইর করছে ওবামাকেয়ার টেকা বাঁচানির জন্য। সবডি নেতা জোর গলায় চিল্লাইতাছে এইটা বন করলে অনেক টেকা বাঁইচ্চা যাইব, দেশের লোক সুখে শান্তিতে যুদ্ধ কৈরা মরব।
ট্রাম্পের মেডিকেইড চালু হৈলে আগামী দশ বছরে ৩৩ হাজার ৭০০ কোটি ডলারের কেন্দ্রীয় বাজেট ঘাটতি কমব আমেরিকার। ওদিকে ২৪ মিলিয়ন লোক যে ইন্স্যুরেন্সের বাইরে চৈলা যাইব সেইটা নিয়া ফি আমানিল্লাহ।
আহ, ব্যাকটুদ্যাফিউচারের গাড়িটা থাকত
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭