দৃশ্যগুলো সব দৃশ্যমান হয়ে
একে একে লাইনে দাঁড়ায়
আবার এলোমেলো হয়ে আমার আঁচিল পড়া দেয়াল ধরে
নিষ্পাপ ঝুলে থাকে; আমি দৃশ্যের সাথে খেলায় মেতে উঠি।
কানের কাছে দন্ডায়মান অন্ধকার আমাকে ভীত করে,
চোখ দু'টো চেপে ধরে, ফিসফিস করে বলে-
আমি ভূত...
ভূতটা লম্বা দাঁত আমার পাঁজরে ঠেকিয়ে বলে
তোর পাঁজরে খুব ভাজা ভাজা ঘ্রাণ
খেতে দারুণ হবে রে...।
আমি চমকে উঠি
দৃশ্যগুলো ভেঙ্গে যায়,
দেয়ালে জুড়ে শুধু পুরনো ডায়াল
ঘন্টা মিনিট নেই, সেকেন্ডের কাঁটাটা ভীষণ ব্যস্ত;
পাঁজরের ব্যথাগুলো মাথাচাড়া দেয়,
ভোর হয়ে এল প্রায়
একটা ভূতের ভীষণ প্রয়োজন
এ পাঁজর পচে গেছে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৪