চলতি বছরের এক জানুয়ারি থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১ জানুয়ারি ২০১০ থেকে এ পর্যন্ত সর্বমোট ১৪ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ।
এসব হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, "বিডিআর-বিএসএফ-এর বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে এবং এ ধরনের হত্যা বন্ধ করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।" সাহারা খাতুন জানান, রাষ্ট্রীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা হয় এবং এর একটি স্থায়ী সমাধানের কার্যক্রম চলমান।
এছাড়া কুটনৈতিক পর্যায়েও আলোচনা অব্যাহত আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মহিলা সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ সাল সাল থেকে এ পর্যন্ত ৬৮ জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে দুই জন বাংলাদেশের নিজ ভূখণ্ডে থেকেই গুলিতে নিহত হয়েছেন।
অন্যরা সীমান্তের জিরো লাইন থেকে ভারতের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জিরো লাইন ও কাঁটাতারের বেড়ার মধ্যবর্তী স্থানে ১০ জন, কাঁটাতারের বেড়ার বাইরে ৩৮ জন, কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় ১৭ এবং জলাবদ্ধ এলাকায় একজন নিহত হন। বাংলাদেশের ভূখণ্ডে দুই হত্যাকাণ্ডের বিষয়ে বিডিআর লিখিতভাবে জেরালো প্রতিবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
----------------বিডিনিউজ