গত কয়েক দিন ধরেই বাংলাদেশ থেকে বিদেশী কূটনীতিকদের সরিয়ে নেয়ার গুন্জন শোনা যাচ্ছিল আজ তা সত্যি হল ।ঢকার জাতিসংঘ ও পশ্চিম জার্মানি দূতাবাসের কর্মকর্তা -কর্মচারি , তাদের পরিবারসহ ইটালি,ফ্রান্স ,যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ২৬৫ নাগরিক এ দিন বিশেষ বিমানে ঢাকা ছাড়েন ।
সামরিক জান্তা ১৫ই মার্চ সকাল ১০টার মধ্যে সামরিক বিভাগের বেসামরিক কর্মকর্তাদের কাজে যোগদানের নির্দেশ দেয়।অন্যথায় নির্দশ অমান্যকারিদের চাকুরিচ্যুত ও পলাতক দেখিয়ে সামরিক আদালতে বিচারে হুমকি দেয়া হয় ।
সামরিক এ নির্ডেশে বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ । বঙ্গবন্ধু এক বিবৃতিতে সামরিক জান্তার প্রতি উস্কানিমুলক তৎপরতা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন ,'' জনগনকে যত ভয়ই দেখানো হোকনা কেন তারা আন্দোলন চালিয়ে যাবে ''।
বরেণ্য শিল্পী জয়নূল আবদীন ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাকিম ১৯৭১ সালের এই দিন পাকিস্তান সরকারের দেওয়া পদক ও খেতাব বর্জন করেন ।
ভৈরবে এক জনসভায় ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী বলেন ,''পূর্ব বাংলা এখন মুলত স্বাধীন ,বাঙ্গালী এখন একটি পূর্নাঙ্গ সরকার গঠনের অপেক্ষায়'' ।
লাহোরে সংখ্যালগিষ্ট ৫ টি দলের পার্লামেন্টারি পার্টির নেতারা এ দিন সামরি শাসন প্রত্যাহার করে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান ।