'বিসমিল্লাহির রহমানির রহিম'
অনেক দিন পর ব্লগে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে ।
আসলে লিখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম পড়ার আগ্রহের কারনে।
এতদিন পর্যন্ত তাই সুযোগ পেলে বিভিন্ন ব্লগে ঘুরেবেড়িয়েছি,জেনেছি না জানা অনেক বিষয় ।
আমার এত দিনের না জানা , অনেকের জানা এরকম একটা বিষয় শেয়ার করার জন্য আজকের এ লেখা । কিভাবে যেন বাংলা টিউটর
এর সন্ধান পেলাম তা মনে নেই, তবে যেভাবেই পাই না কেন,
পেয়েছি এজন্য মহান আল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।এক কথায় অসাধারন একটা বাংলা ব্লগ । ব্লগ পড়তে যেয়ে বিভিন্ন বিষয়
সম্পর্কে তাকে ই-মেইল করেছি ,জানতে চেয়েছি নানা বিষয় । ভেবেছিলাম উত্তর পাব না , কিন্তু তিনি মেইলের জবাব দিয়েছেন ।
তার ব্লগ দেখে এতটা অনুপ্রানিত হয়েছি যে, নিজেই একটা ব্লগ তৈরী করতে চেয়েছি। এটা যে কেউই চাইতে পারে, কিন্তু ব্লগ তৈরী এত সহজ? কিন্তু ইচ্ছা শক্তি হারাইনি ।মেইল করলাম বাংলা টিউটরে, উত্তর এলো শুরু করলেই অভিজ্ঞতা অর্জন কেবলমাত্র সম্ভব যা বলে সম্ভব না,তবে অল্প এবং নির্দিষ্ট প্রশ্ন করে অনেক কিছু শেখানো সম্ভব ।
শুরু হল আমার ব্লগ তৈরী ।
৩ জুন, গুগল এ একাউন্ট খু লে ১ম রাত শুধূ জেগেই কাটালাম,এগোতে পারলাম সামান্যই।
আশা রাখলাম ।একটু একটু তিল তিল করে সাতদিনে পূর্ণ হল আমার ব্লগ । মহান আল্লাহই একমাত্র সহায় ।
যারা নিজেই নিজের খুলতে চান এবং পরিচালনা করতে চান তাদের জন্য শুধু এটুকু বলি উপরোক্ত লিঙ্কে একাউন্ট খুলুন বাংলায় এবং চেষ্টা করুন, যেহেতু অপশনগুলো বাংলায় সেহেতু নিজেই অনেকদূর যেতে পারবেন আশা করি । যদি অসুবিধায় পড়েন ডি্জিটাল বাগেরহাটে এ আসুন,আমি আপনাকে আমার সামার্থ্য অনুসারে
সহায়তা করবো ইংশা-আল্লাহ ।
আর ব্লগ তেরী করে অনলাইনে আয় করতে চাইলে আপনি কোন পথে এগুতে চান সেটা আপনি বাংলা-টিউটরে এসে বেছে নিন ।