" বিসমিল্লাহির রহমানির রহিম "
জীবনের একান্ত কাম্যবস্তু অর্জন না হলে , শেষ সম্বল হারিয়ে ফেললে, একান্ত প্রিয়পাত্র ও আপনজন পর হয়ে গেলে , শত্রুতা করলে, অপমান করলে, ধোকা দিলে, শারীরিক অসুস্থতা , ব্যথা-বেদনা অসহনীয় হলে
মানসিক চাপ এত বাড়ে যে , মনের ধিক্কার ও ঘৃণায় এ জগতের মুখ দেখতে আর ইচ্ছা করেনা । তখনই আত্মহত্যার পথে পা বাড়ায় ধৈর্য্যহীন মানুষ । ভাবে, ওতেই আছে পরম শান্তি । কিন্তু বাস্তব তার বিপরীত । সুতরাং চরম ধৈর্য্যের সাথে ঐ সমস্ত যন্ত্রনার মোকাবেলা করাই হল একজন মু'মিনের কাজ । আত্মহত্যা তো মহাপাপের কাজ । বরং আল্লাহর নিকট মৃত্যু চেয়েও প্রার্থনা করতে পারেনা একজন মু'মিন ।
মহান আল্লাহ তাঁর পাক কালামে বলেন ,
"মানুষ যেভাবে কল্যান প্রার্থনা করে সেভাবেই অকল্যান প্রার্থনা করে, মানুষ বড় শীঘ্রতা-প্রিয় ।"
সূরা -ইসরা' আয়াত নং ১১ ।
নাবী (সঃ) বলেন, " কোন কষ্ট ও যন্ত্রনার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে --- ।" " এবং তার জন্য প্রার্থনা না করে ।"
বুখারী ও মুসলিম ।
আল্লাহ আমাদের সকলকে উত্তম ধৈর্য্যশীলদের মধ্যে অর্ন্তভূক্ত করুন ।
আমীন ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৬