"বিসমিল্লাহির রহমানির রহিম"
মহান আল্লাহর কাছে নিজের জন্য চাইতে হলে আল্লাহ রসুল (সঃ)
এর শেখানো এই দু'আটি সবচেয়ে উত্তম এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত
কল্যানে পরিপূর্ণ ও ব্যাপক অর্থপূর্ণঃ
" রব্বানা আ-তিনা ফিদ্দুনয়্যা হাসানাতাও ওয়াফিল আ-খিরাতি হাসানাতাও ওয়াকিনা 'আযাবান্নার ।"
অর্থঃ
" হে আমাদের প্রতিপালক ! আমাদেরকে দুনিয়াতেও কল্যান দাও এবং আখিরাতেও মঙ্গল দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও ।"
সূরা বাকারা ২০১ আয়াত ।
বিখ্যাত সহাবী হযরত আনাস (রাঃ) বলেন , " আল্লাহর রসুল (সঃ)
উপরে বর্ণিত দু'আটি খুব বেশী করে পড়তেন" (বুখারী,মুসলিম,মিশকাত ২১৮ পৃঃ) । আনাস (রাঃ) বলেন, একদা রসুল (সঃ) এক সহাবীকে দেখতে যান । লোকটি পাখির বাচ্চার মত রোগা ও দুর্বল হয়ে গিয়েছিল । ফলে
রসুল (সঃ) তাঁকে জিজ্ঞেস করলেন," তুমি আল্লাহর কাছে কোন দু'আ কর কী ?" তিনি বললেন, হ্যাঁ এ দু'আ করতামঃ " হে আল্লাহ ! তুমি আখিরাতে আমাকে যে আ'যাব দিতে চাও তা এ দুনিয়ায় জলদি দিয়ে দাও ।"
তখন মহানাবী (সঃ) বললেন, " সুবহানাল্লাহ ! তুমি তো আশ্চার্য দু'আ করছ ? ঐ আ'যাব সহ্য করার শক্তি তোমার কোথায় ? আরে ভাই ! তুমি
এ ( অর্থাৎ উপরের) দু'আটি করনি কেন? " অতঃপর লোকটি ঐ দু'আ
করল এবং আল্লাহ তা'য়ালাও তাঁকে ভাল করে দিলেন ।
মুসলিম, মিশকাত ২২০ পৃঃ ।
আমরাও সকলে উপরেরের দু'আর মাধ্যমে আল্লাহর কাছ থেকে ইহকাল ও পরকালের কল্যান লাভ করব । ইনশা- আল্লাহ ।