'বিসমিল্লাহির রহমানির রহিম'
"সুবহানাল্লাহ" এর অর্থ কী এবং কখন বলতে হয়ঃ
'সুবহানাল্লাহ' এর অর্থ হচ্ছে- সকল পবিত্রতা আল্লাহর ।
১) আল্লাহর মহিমা শুনে,
২)সুন্দর ফল ও ফুল দেখে,
৩) দৃষ্টিপাত বৈধ এমন সুন্দর জিনিস দেখে,
৪) ভাল কথা শ্রবন করে,
৫) আশ্চার্যজনক কোন কথা শুনে, ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় 'সুবহানাল্লাহ'
"আলহামদুলিল্লাহ" এর অর্থ কী এবং কখন বলতে হয়ঃ
"আলহামদুলিল্লাহ" এর অর্থ হচ্ছে-সকল প্রশংসা আল্লাহর ।
১)কেউ অবস্থাদি জিজ্ঞেস করলে,
২)পরীক্ষা ভাল হলে,
৩)কোন কাজ সুষ্ঠুভাবে শেষ হলে,
৪) আহার ও পান শেষ হলে,
৫) কোন সুসংবাদ শুনে, ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় আলহামদুলিল্লাহ ।
"মাশাআল্লাহ" এর অর্থ কী এবং কখন বলতে হয়ঃ
"মাশআল্লাহ" এর অর্থ হচ্ছে- আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয় ।
১) কেউ পরীক্ষায় ভাল করেছে শুনলে,
২) যেকোন সুসংবাদ শুনলে,
৩)কেউ ভাল কাজ করেছে শুনলে, ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় মাশাআল্লাহ ।
মহান আল্লাহপাক আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে মানার তৌফিক দান করুন। আমীন ।