'বিসমিল্লাহির রহমানির রহিম'
ভবিষ্যতের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে 'ইনশাআল্লাহ'
বলাই ইসলামী শরীয়া'তের ক্ষেত্রে হুকুম । কারন মহান আল্লাহ এ সম্পর্কে
ইরশাদ করেছেন ,
"কখনই তুমি কোন বিষয়ে বলো না, আমি ওটা আগামীকাল
করবো । তবে এভাবে বলবে যে, যদি আল্লাহ চান ।"
সূরা কাহ্ফঃ ২৩-২৪
কিন্তু না জানার কারনে দেখা যায় যে, অতীত হয়ে গেছে এ ধরনের ক্ষেত্রেও আমরা 'ইনশাআল্লাহ" শব্দটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি ।
সব থেকে বেশী যেক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি তা হল-'আপনি কেমন আছেন ? উত্তর হল "ইনশাআল্লাহ ভাল আছি ।" এই ক্ষেত্রে ।
আসলে প্রকৃত উত্তরটি হওয়া উচিত ছিল, "আলহামদুলিল্লাহ ভাল আছি ।"
অতীত হয়ে গেছে এমন বিষয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার দরকার নেই ।
যেমন কোন লোক যদি বলে গত রবিবারে রমযান মাস এসেছে ইনশাআল্লাহ । এখানে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই । কারন তা অতীত হয়ে গেছে । অনুরূপভাবে আমি কাপড় পরিধান করেছি ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই । কারন কাপড় পরিধান করা শেষ হয়ে গেছে । সলাত আদায় করার পর ইনশাআল্লাহ সলাত করেছি বলার ও দরকার নেই ।
মহান আল্লাহ সঠিক কাজটি সঠিক সময়ে করার তৌফিক আমাদের সকলকে দান করূন, আমীন ।