তোমার প্রিয়া বলেই...
আজ আমি ডাষ্টবিনে... পরিত্যক্ত শিশুর মত
উচ্ছিষ্টে অবহেলায় ঠান্ডায়... নীল হয়ে যাওয়া বেদনায়...
তোমার প্রিয়া বলেই...
আজ আমি অবহেলিত পথশিশুর মত মৃতপ্রায়...
ব্যবহৃত হয়ে ছুঁড়ে ফেলে দেয়া অপাংতেয় বর্ণমালা...
আমি অশুদ্ধ অস্পৃশ্য... কোন বাঈজি পাড়ার...
নৃত্তরত নর্তকীর যাত্রা পালা ।
তোমার প্রিয়া বলেই যেন আজ আমি কোন অবাঞ্ছিত
অনাকাঙ্ক্ষিত অতিথি ...
জুতোর তলায় নিষ্পেষিত কোন লাল গোলাপ...
তোমার প্রিয়া বলেই... আজ আমি প্রতারিত,
বিতাড়িত সভ্য সমাজ থেকে...
সবার থেকে যোজন যোজন দূরে...
বিকৃত মনের কামনায় আর পৈচাশিক আনন্দের উৎস...
ভালোবেসেছি বলেই আজ আমি হারিয়েছি ভাষা... প্রতিবাদের,
আশা কিংবা আকাঙ্ক্ষার...
হয়েছি ঘৃনিত সমাজ, বন্ধু, সুখ, দুঃখ, বেদনা ছাড়া...
প্রানহীন অসাড়...
অথচ মনে ছিল শুধু এতটুকু আশা ... তোমার প্রিয়া হয়ে থাকা,
মাছ, পাখীর মত ভালবাসায় ভরিয়ে দিয়ে...
অক্টোপাসের মত জড়িয়ে নিয়ে...
আহ্লাদে ভরে রাখা !
অথচ তোমার প্রিয়া বলে... পরিণতি আজ কথায় নিয়ে এল !
সত্যি করে বলোতো আমায়...?
এতটুকুইতো চাওয়া ... অনেক বেশী কিছু কি ছিল?