বেলা শেষের গান-
------------------- মালেক বাচ্চু বিশ্বাস---১৭.০১.২০১৯
বেলা শেষের গান
প্রাণভরা সকরুণ আহবান
আমি এ মায়াবী বিশ্ব সংসারে
অতি ক্ষুদ্র এক নগন্য প্রাণ ;
পেলাম কিছু মায়া ভালসাসা জ্ঞান
ছিল মা-বাবার দুয়া ভালবাসা অফুরান
আমি এক বাংলা মায়ের কৃষকের সন্তান
হয়তবা খোদা ছিলেন মেহেরবান ।
কালে কালে হৃদয় মাঝে
এক প্রাণঘাতী ব্যাধি বাসা বেধেঁছে
প্রাণ প্রবাহ বাধাগ্রস্ত করে ঘাতক সেজেছে
জীবনীশক্তি ক্ষয়ে ক্ষয়ে বেলা বয়ে গেছে ।
চিকিৎসা বিজ্ঞান হয়েছে অনেকদূর আগুয়ান
ধন্য ধন্য বলি তাদের, জ্ঞান ও মান
আগামীকল্য গোধুলী লগ্নে হবে সমাপন
উন্মুক্ত বাইপাশ, নামে এক মহা-অপারেশন
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা- গুলশান ।
আমার বাংলার সকল ভাইবোন অতি প্রিয়জন
সকলের কাছে আমার প্রাণভরা আবেদন
ঋণী আছি যত, সকরুণ মিনতি নিবেদন,
মন ভরে করিবে দোয়া, ক্ষমা ত্রুটি শত অফুরান
নিরন্তর শুভকামনা, ভাল থাকুন সবে সদা সর্বক্ষণ
রাব্বুল-আলামীন রহিম রহমানে নিজেকে করি সমর্পণ ।