কিছু দিন আগে নাছিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলা হয়েছে।কেন, কি কারণে এ হামলা সেটা নিয়ে নানা মুনির নানা মত।তবে আশার কথা হচ্ছে, সে হামলায় স্থানীয় সাংসদ ও মন্ত্রী মহোদয়ের অন্তরের কথা সাধারণ জনগণ জানতে পেরেছে।যদিও তিনি পরবর্তীতে তা অস্বীকার করেছেন।এটা তার রাজনৈতিক সিদ্বান্ত।আসলে আমরা ভিতরে ভিতরে সবাই মালাউন আর জংগী।আর সেটা প্রকাশ হলেই যত প্রবলেমের সমস্যা!!!
আমেরিকার নির্বাচন নিয়ে পুরো বিশ্বে উৎসাহ উদ্দীপনার শেষ নেই।আমরা যারা তাদেরকে বাপ বলে মানি এ নির্বাচন তাদের জন্য শিক্ষা।
আমেরিকান শ্বেতাঙ্গদের ভদ্রতা আর উদারতার আড়ালে পড়ে থাকা হিংস্রতার মুখোশ ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং ভবিষ্যতে তাদের কদর্যরূপই বিশ্ব দেখবে।একদিকে বাদামী, কালো, মুসলিম, হিস্পানিক, এশিয়ান, নারীবাদীরা থাকার পর ও শ্বেতাঙ্গদের এগিয়ে থাকা তাই বলে।
শ্বেতাঙ্গ আমেরিকানরা এতদিনে তাদের মন মত প্রার্থী পেয়ে দলে দলে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। এদের মন মানসিকতা আগে থেকে কেউ বুঝতে পারেনি। মজার ব্যাপার হল, টিভিতে ট্রাম্পকে ভোট দেয়ার কথাও কেউ স্বীকার করছে না।
আমেরিকা এমন একজন লোককে ভোট দিচ্ছে যার রাজনৈতিক কোন ব্যাকগ্রাউন্ড বা অভিজ্ঞতা নেই, কখনো প্রশাসনিক কোন উঁচু পদে ছিল না, অনেকগুলো যৌন হয়রানির নায়ক, মুখে কোন লাগাম নেই,রিয়েলিটি শোর সেলিব্রেটি, ট্যাক্স দেয় না, স্টেজ ছেড়ে পালিয়ে যায় আর ব্যক্তিত্বের কথা নাই বললাম। মিডিয়ার বিচারে ৩ টা বিতর্কেই বড় ব্যবধানে হারা ট্রাম্প এখন হোয়াইট হাউস দখলের পথে......।অনেক আমেরিকানও বিভ্রান্ত, এই ক্লাউন তাদের নেতা হবে !!
আসলে ট্রাম্পের ভিতরের কদর্য রুপটা সে প্রকাশ করে দিয়েছে যেটা আমেরিকানদের অন্তরের রুপ ছিল।সুযোগ পেয়ে আমেরিকানরা তাই হাতছাড়া করতে নারাজ!!!
মুখে মানবতার লেবাসধারী আমেরিকায় সেই রেসিজমই জয়ী হবে.....
আর #নারী মুলা হয়েই থাকল আমেরিকায়!!!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪০