বছর ঘুরে আবারো শীতের আগমনী বার্তা। আর কিছুদিন পরই ষড় ঋতুর এই সবুজ দেশে রুক্ষতা নিয়ে আবির্ভুত হবে শীত।উত্তর দিক থেকে হিমালয়ের কন কনে হাওয়া এখনো প্রস্তুতি নিচ্ছে শীতের বার্তা দিতে।
আমরা যারা প্রস্তুতি নিচ্ছি হেমন্তের পিঠা-পুলি উৎসব আর ঘরের আলমারীতে রাখা গত শীতের লেপ,কম্বল,চাদর লন্ড্রিতে দেয়ার জন্য।যখন পরিবারের জন্য শীতের প্রয়োজনীয় জামা-কাপড় কেনায় ব্যস্ত সময় পার করছি, ঠিক তখনি আমাদের আশেপাশের কিছু মানুষ দুবেলা খাবারের জন্য পথে পথে ঘুরছে,ভিক্ষা করছে কিংবা ডাস্টবিনেই ময়লা খাবার খুজছে।সভ্য সমাজে এরা পথশিশু বা পথবাসী নামে পরিচিত।শীতের জন্য এদের কিছুই করার নেই।
এ মানুষ গুলোর কাছেই শীতের কাপড় এক প্রকার বিলাসিতা।খেয়ে পরে বেচে থাকাই যাদের সংগ্রাম তাদের কি আর গায়ে কাপড় জড়ানোর বিলাসিতা মানায়।সামান্য শীতেই আমরা যারা ভারী কম্বল,সোয়েটার গায়ে ঘুরে বেড়াই তারা কি আর তীব্র শীতে খালি গায়ে থাকার কষ্ট বুঝব?
কিন্তু সত্যটা হচ্ছে,আল্লাহ কারো উপর জুলুম করেন না।বিচারের দিন এই মানুষ গুলো বেচে যাবে ঠিকই কিন্তু বিপদে পড়ব আজকের মানবতার ধ্বজাধারীরা।
তাই আসুন,আমাদের আশেপাশের অসহায় মানুষ গুলোর জন্য মানবিকতার হাত প্রসারিত করি।আপনার ছোট্ট সহযোগীতাই কারো জন্য বড় আনন্দের!আর তখনই মানুষ হিসেবে আপনার স্বার্থকতা.......
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১০