একটি ঘোষণা-
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন বিরাট গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এক মহান নেতা- এটা আমি মনেপ্রাণে ধারণ করি। তিনি আমার প্রাণের নেতা এবং তাঁর জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা আমি আমার মনে আমার নিজের মতো করেই লালন করি।
কিন্তু, গত এক যুগ ধরে ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের শেখ মুজিবুর রহমানকে নিয়ে সস্তা আর হাস্যকর সব রাজনীতি এবং তাঁর 'বঙ্গবন্ধু' খেতাবকে আরো মহান করার উদ্দেশ্য তাঁকে পীর-আউলিয়া বা নবী-রসুলের পর্যায়ে নামিয়ে ফেলাতে আমি মর্মাহত। 'বঙ্গবন্ধু'কে অন্ধভাবে ভালোবাসতে গত এক যুগ ধরে দেশের সকল জনগণের উপর আওয়ামী লীগের অগণতান্ত্রিক জোর-জবরদস্তিতে আমি খুবই বিরক্ত।
সম্প্রতি আওয়ামী লীগের একই রকম চুড়ান্ত নোংরা এবং কুৎসিত রাজনীতি শুরু হয়েছে 'জয় বাঙলা' শ্লোগানকে নিয়ে। 'জয় বাঙলা' আমার একটা প্রাণের শ্লোগান ছিলো, এবং বাঙালি জাতির বিভিন্ন গৌরবের আর আনন্দের মুহূর্তে আমিও 'জয় বাঙলা' শ্লোগান উচ্চারণ করে উদ্বেলিত হয়েছি।
কিন্তু শেষ পর্যন্ত অসংখ্য বাঙালির এই প্রাণের শ্লোগানটিকেও আওয়ামী লীগ সরকার জোরপূর্বক সবার উপর চাপিয়ে দেয়ার কুৎসিত সিদ্ধান্ত নেয়ায় আমি আজ ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘোষণা করছি,-
আমি শেখ মুজিবুর রহমান নামের সঙ্গে 'বঙ্গবন্ধু' এবং 'জয়-বাঙলা' এই শব্দ দুটোকে চিরতরে বর্জন করলাম। আমি আজই শেষ বারের মতো এই শব্দ দুটোকে উচ্চারণ করলাম, এবং আজ থেকে এই শব্দ দুটোকে আমার অভিধান থেকে মুছে দিলাম।
'বঙ্গবন্ধু' এবং 'জয় বাঙলা' কে নিয়ে আওয়ামী লীগ সরকারের এই চুড়ান্ত স্বৈরাচারী রাজনীতির জন্য তাদেরকে মনে করিয়ে দিতে চাই, জনগণের ভালোবাসা জোর করে অর্জন করা যায় না, আর তা সাময়িক সময়ের জন্য গেলেও তার ফল ভালো হয়না।
ধন্যবাদ। ঘোষণাটি শেষ হলো।