ঢাকা শহরে আমার একটা ছোটো ফ্ল্যাট কেনা দরকার, তাই কিছুদিন যাবৎ অনলাইনে ঢাকার ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনগুলো দেখছি।
"১০০% রেডি ফ্ল্যাট। কিনেই স্বর্গীয় সুখে বসবাস করুন।"
-ঠিক এই রকম ভাষায় ঢাকা শহরের মিরপুর ডি.ও.এইচ.এস এলাকায় একটা আকর্ষণীয় ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখে আজ একটা কোম্পানিকে ফোন করলাম।
ফ্ল্যাট বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার ফোন ধরেই বললেন,- ফ্ল্যাটটা ১০০% রেডি, শুধু এখনো গ্যাস, কারেন্ট আর পানির সংযোগ বাকি।
আমি বললাম,- গ্যাস, কারেন্ট আর পানির সংযোগ ছাড়াই স্বর্গীয় সুখ? তাহলে নিশ্চয়ই ফ্ল্যাটে সার্বক্ষনিক মদের সরবরাহ আছে?
ভদ্রলোক রেগে গিয়ে বললেন,- ফাইজলামি করেন?
'স্বর্গ' আর 'ফাইজলামি' সম্পর্কে বাঙালির জ্ঞান আমাকে আবারও হতাশ করেছে।