বিদেশিরা recognize করলেই আমরা নিজেদের নিয়ে গর্ব করব। ওরা কি আমাদের recognition এর জন্যে ওদের গর্ববোধকে জমিয়ে রাখে ?!!!
১০০ বছরে একটা রবি শঙ্কর, একটা রবিন্দ্রনাথ, একটা জগদীশ বসু একটা সত্যজিৎ এইতো ওদের mainstream-এ recognized hobar তালিকা। আর চিনে রয়াল বেঙ্গল টাইগার।
viewer বাড়াতে ছিটেফোঁটা মানুষ লাগলে সিনেমা, নাটকে নেয় কখনো সখনো। আর আমরা শিক্ষিত বাঙালি সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন গড়ে ১০ জন বিদেশি-র (সাদা চামড়া ) reference নেই, recognize করি। পারলে হাত পা ধুয়াই দেই।
এই ওদের দ্বারা recognize হবার ক্ষুধা নিয়ে আমার কত পূর্বপুরুষ যে কি বিশাল বিশাল না পাওয়া, মর্মবেদনা নিয়ে এই দুনিয়া ত্যাগ করেছেন তা গুনে শেষ করা যাবে না কোন calculator