আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত,শিশুদের মধ্যেই সুপ্ত থকে ভবিষ্যতের কত কবি, শিল্পী, বৈজ্ঞানিক, সাহিত্যিক, চিকিৎসক ইত্যাদি বিভিন্ন প্রতিভা। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে প্রকৃতির সব সুযোগ সুবিধা ভোগ করি। তবে প্রকৃতির বাইরে সামাজিক সুযোগ সুবিধা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে বেশ কিছু বৈষম্য রয়েছে। অবহেলিত এই মানুষগুলো কোন ওভার ব্রীজের নীচে, ট্রেন লাইন ও বাস স্টেশনে কিংবা হাটখোলায় কোন ঘুপচি ঘরে বসবাস করেন আমরা যাদের টোকাই, বস্তির শিশু বা পথ শিশু বলে থাকি। এই শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, অনাদরে অবহেলায় মানুষ হচ্ছে। অন্ন, বস্থ, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ দেশের দরিদ্র ও অসহায় শিশুরা। বাংলাদেশে পথ শিশুর সংখ্যা প্রায় ৪ মিলিয়ন। বাংলাদেশে বিভিন্ন রকমের দিবস পালন করা হয় তার মধ্যে ২ অক্টোবর 'পথশিশু দিবস', ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস,কন্যা শিশু দিবস ৩০ সেপ্টেম্বর, বিশ্ব শিশু দিবস ২০ শে নভেম্বর। এইসব অনুষ্ঠানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী, সাংসদ বা শিক্ষাবিদ এসে জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে যান। তাতে সমবেদনা ঝরে, এমনকি করণীয় কর্মসূচীর কথাবার্তাও উচ্চারিত হয়। কিন্তু আদৌ কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে এদের জন্য?? অনেক ছিন্নমূল শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনাদরে অবহেলায় মানুষ হচ্ছে। আপনারা যারা রাজনীতি করছেন কিসের জন্য করছেন? এই যে ছাত্রদল, ছাত্রলীগ, হেনলীগ তেনলীগ কত কিছু দেখলাম। তাদের জন্য কি করেছেন আপনারা? আপনারা কোঁটি টাকা খরছ করে সমাবেশ করেন তাদের জন্য কি করেছেন? দেশের বিশাল একটা অংশকে অন্ধকারে রেখে আপনারা বেশি দূর এগিয়ে যেতে পারবেননা। আমদের সরকার কখনও এদের নিয়ে ভাবে নি আর ভাববে ও না কারন বিদেশি গাড়ির কাল কাঁচের ভিতর থেকে বাইরের এই নির্মম পরিবেশ দেখা যায় না।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯