অর্থমন্ত্রী বলেছেন, ৩১৫ জন সাংসদকে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা দেওয়ায় সরকারকে এক হাজার ১০০ কোটি টাকার কর রেয়াত দিতে হয়েছে।
৩১৫ জনের জন্য কর রেয়াতের পরিমাণই যদি ১১ শো কোটি টাকা হয়, তাহলে গড়ে প্রতি সাংসদের প্রাপ্ত কর রেয়াতের পরিমাণ প্রায় ৩ কোটি ৪৯ লক্ষ টাকা। প্রতিটি গাড়ীতে যদি এই পরিমাণ টাকা কর রেয়াত দেয়া হয়, তাহলে হিসাব মতো করসহ প্রতিটি গাড়ির মোট মূল্য প্রায় ৩ কোটি ৯২ লক্ষ টাকা।
সাংসদদের বেশীর ভাগই কিনেছেন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। যদি ধরে নেই যে তারা ২০১২ সালের ব্র্যান্ড নিউ মডেলের সর্বোচ্চ সিলিন্ডার ক্ষমতা সম্পন্ন ৪০০০ সিসির টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ীটি কিনেছেন। সেক্ষেত্রে ২০১২-১৩ অর্থবছরের করনীতি অনুযায়ী এসব গাড়ীর শুল্ক হার হবে ৮৩০%
এখন অঙ্ক কষে দেখি, শুল্কসহ একটি গাড়ির মোট মূল্য যদি ৩ কোটি ৯২ লক্ষ টাকা হয়, তাহলে কর দেয়ার আগে সেই গাড়ীর মূল্য হবে প্রায় ৪২ লক্ষ টাকা। অর্থাৎ ৪২ লক্ষ টাকা বিনিয়োগ করে শুল্কমুক্ত ভাবে দেশে গাড়ীটি আমদানি করার পর বিক্রি করে দিয়ে একজন সাংসদ নেট মুনাফা করতে পারেন কমপক্ষে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা।
দল থেকে মনোনয়ন কিনে নিয়ে নির্বাচন করলে নির্বাচনী-মূলধনের টাকা তো একটি গাড়ী দিয়েই প্রায় উঠে চলে আসে!!
তথ্যসুত্রঃ প্রথম-আলো