যদি নিজের দেশকে এতটুকুও ভালবেসে থাকেন তাহলে . . .
••• একটু লক্ষ্য করুন •••
ফারাক্কা বাঁধ হলো গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত।
১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
শেষ হয় ১৯৭৫ সালে।
সেই বছর ২১ এপ্রিল থেকে বাঁধ চালু হয়।
ইন্ডিয়া পরীক্ষামূলকভাবে ৪১ দিনের জন্য ফারাক্কা বাধ চালু করে,
কিন্তু তাদের ৪১ দিন আজও চলছে . . .
ফারাক্কা পরবর্তি সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙা নদীর (পদ্মা) প্রবাহে চরম বিপর্যয় ঘটে।
প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যায়।
ফলে বাংলাদেশকে বর্তমানে প্রায়ই বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণ ভাবে বিলুপ্ত।
পদ্মা নদীও আজ মৃত !
উত্তাল পদ্মার গর্জন আর শোনা যায় না !
দেশের অভ্যন্তরের ৮০টি নদী শুকিয়ে গেছে এবং ১৭টি নদীর মৃত্যু ঘটেছে!!
ফারাক্কার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের প্রতি বছর ক্ষতির পরিমাণ ৪ বিলিয়ন ডলার।
মানে গড়ে ২৮ হাজার কোটি টাকা।
আর অন্য এক হিসাব মতে, ফারাক্কা বাঁধের কারণে ৩৬ বছরে বাংলাদেশের ১ লাখ ৫৫ হাজার ৪শ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়েছে!!
অর্থাৎ ফারাক্কার কারণে প্রত্যক্ষ যা ক্ষতি হয় পরোক্ষ ক্ষতি তার ছয়গুণ!!
ফারাক্কা নিয়ে এতকিছু বলার কারন আমরা আরেকটি ফারাক্কা চাই না।
আমরা টিপাইমুখ বাঁধ চাই না।
“ টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে মহাবিপর্যয়ে পড়বে বাংলাদেশের আটটি জেলা। এবং পাঁচ কোটি মানুষের জীবন ও জীবিকাও হুমকির মুখে পড়বে ”
আপনার মা কে যদি কেউ ধর্ষণ করতে চায় তাহলে আপনার কি করা উচিত?
বাংলাদেশ হচ্ছে আমাদের মা। আর ভারত হচ্ছে সেই ধর্ষক।
ভারত কখনও কথা রাখেনি, ভারত কখনও কথা রাখেনা, ভারত কখনও কথা রাখবেনা।
মনে রাখবেন, আমাদের মাকে আমাদেরই বাঁচাতে হবে। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। বাইরের দেশের কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না।
দেশের স্বার্থে একাত্ম হোন...
আগামী ২ ডিসেম্বার, ২০১১, শুক্রবার বিকাল ৪টায় ঢাকার প্রেসক্লাবের সামনে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
দলে দলে যোগ দিন এই বিশাল বিক্ষোভ মানব বন্ধনে।
###################
আগামী ২ ডিসেম্বার, ২০১১, শুক্রবার বিকাল ৪টায় ঢাকার প্রেসক্লাবের সামনে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
* এই বিশাল মানব বন্ধনটি অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ে ঠিক বিকাল ৪টায়। ১ মিনিট আগেও নয়, ১ মিনিট পরেও নয়। অতএব নির্ধারিত সময়ের আগেই আপনি প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হবেন।
* নারী পুরুষ, ছোট বড়, যে কেউ অংশগ্রহন করতে পারবেন।
* প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে হাইকোর্টের সামনে দিয়ে শাহাবাগের দিকে লাইন হবে। আপনি লাইনে এভাবে দাড়িয়ে যাবেন। বিশাল মানব বন্ধন হবে...
* আপনার বন্ধু, বান্ধবী, সহকর্মী সহ যত বেশি সংখ্যক লোক সঙ্গে আনবেন তত ভাল।
* আপনি ইচ্ছা করলে নিজ দায়িত্বে ব্যানার, প্লাকার্ড বানিয়ে আনতে পারবেন। এবং তা করতে পারলে খুব ভাল হবে।
* এটি কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। বিষয়টি পুরোটাই দেশের স্বার্থে। তাই যে কেউ অংশ নিতে পারবেন।
* এই মানব বন্ধনে কোন ধরনের খাবার, নাস্তা, বা যাতায়াত ভাড়া সরবরাহ করা হবে না। আপনি দেশকে ভালবেসে নিজ দায়িত্বে দেশকে বাঁচানোর জন্য আসবেন।
* যারা ব্যানার, প্লাকার্ড বানানোর জন্য অর্থ সহায়তা দিতে চান তারা ইমেইল করুন। ইমেইল ঠিকানা [email protected]
* Facebook-এ অন্য বাংলাদেশীদেরকে Invite করুন এই Event-এ Join করার জন্য।
* এই Event টি Share করুন।
* Facebook-এ যাদের page আছে তারা দয়া করে এই Event টি Promote করুন। Event এর link: Click This Link . কোন Page এর অ্যাডমিন যদি উক্ত দিনে Volunteer Leader হিসেবে কাজ করতে চান তাহলে Page এর link সহ ইমেইল করুন।ইমেইল ঠিকানা [email protected]
###################
ঢাকার বাইরে অন্যান্য জেলায় মানব বন্ধন:
------------------------------------------
* সিলেট জেলা
যারা সিলেট জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
* চট্টগ্রাম
যারা চট্টগ্রাম জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
* রাজশাহী
যারা রাজশাহী জেলায় থাকেন তারা নিচের লিংকে ক্লিক করুন:
Click This Link
_________________________________
Sharing is caring.
Share this EVENT clicking the following link...
http://on.fb.me/sIqH6
টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মানব বন্ধন
টিপাইমুখ নিয়ে কালের কন্ঠের তথ্যবহুল রিপোর্ট
বিভিন্ন ব্লগারদের পোস্ট
টিপাইমুখ ইস্যুতে উত্তাল সিলেট
আওয়ামী লীগের কর্মসূচিতে টিপাইমুখ বাঁধবিরোধী সমাবেশ পণ্ডনিজস্ব প্রতিবেদক, সিলেট
টিপাইমুখ বাধের প্রতিবাদে চট্টগ্রামের সমাবেশ
টিপাইমুখ নিয়ে ব্লগার দিনমজুরের অন্যতম তথ্যবহুল পোস্ট
টিপাইমুখকে না বলুন
টিপাইমুখ বাঁধ ও বাংলাদেশ
টিপাইমুখ বাঁধ : বাংলাদেশের ভয়ঙ্কর ভবিষ্যত এবং করণীয় ।(অবশ্য পড়নীয়)
এটি সম্পুর্ণ ভাদা এবং পাদা মুক্ত শুধুমাত্র বাংলাদেশী এবং বাংলাদেশের স্বার্থের একটি ডাক।এরমধ্যে যিনি দালালী করতে আসবেন তিনি সম্পুর্ণ গদামের উপ্রে থাকবেন।গ্যারান্টেড[/su