ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তে নিরীহ বাংলাদেশিদের উপর অত্যাচার হত্যা ইত্যাদির প্রতিবাদ স্বরূপ বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার যুদ্ধ ঘোষণা করেছে । ইতি মধ্যে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রুপ ইউটিউবে বিএসএফ প্রধানের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছে । যে বার্তায় সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা , অত্যাচার , অপহৃরন বন্ধ না হলে ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করবে বলে বলা হয়েছে । উক্ত ভিডিওয়ে বিএসএফ দ্বারা ১ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা উল্লেখ সহ ফেলানী হত্যার ছবি দেখানো হয় ।
‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রুপ এর সাথে সাথে আরও কয়েকটি হ্যাকার গ্রুপ ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু করছে । ভারতীয় যে সমস্ত ওয়েবসাইট বাংলাদেশি হ্যকারের আক্রমণের স্বীকার সেখানে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ 'এক্সপায়ার সাইবার আর্মি' এবং 'বাংলাদেশ সাইবার আর্মি' গ্রুপের নাম পাওয়া গিয়েছে। আক্রমণের স্বীকার ওয়েব সাইট গুলোতে বাংলাদেশের জাতীয় সংগীত অডিও, অত্যাচারিত এবং অপহৃত নাগরিকদের ছবি সহ ভিবিন্ন বার্তা লেখা দেখা যায় ।
আজ রাত সারে বারটার দিকে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রপ তাদের ফেসবুকে হ্যাক কৃত ওয়েবসাইট এর একটা লিস্ট প্রকাশ করে যেখানে সরকারী এবং বেসরকারী প্রায় হাজার খানেক ওয়েব সাইট এর ঠিকানা দেখা যায় ।
সর্বশেষ হ্যাক কৃত কতো গুলো ভারতীয় ওয়েব সাইট:
http://www.aashwasan.org/
http://www.aayaam.co.in/
http://www.aayulok.com/
http://www.achingrover.com/
http://www.adceptsolutions.com/
http://www.adkoli.net/
http://www.aholidayplanner.com/
http://www.ajubablog.com/
http://www.akhilyadav.com/
http://www.alalamain.com/
http://www.alivemedia.in/
http://www.allabout4g.in/
http://www.ameenulhasan.com/
http://www.amenministry.in/
http://www.amitinside.com/
http://www.amrgindia.com/
http://www.ankalknits.com/
http://www.ankushtoursandtravels.com/
http://www.aparneet.com/
বাংলাদেশী হ্যাকারদের আক্রমণের পর থেমে নেই ভারতীয় হ্যাকার গ্রুপও । তারাও পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে । সাইবার যুদ্ধ শুরু করেছে বেশ কয়েকটি ভারতীয় সাইবার আর্মি গ্রুপও । ইতি মধ্যে অনেক বাংলাদেশি ওয়েব সাইট আক্রমণের স্বীকার হয়েছে । এদের বেশির ভাগই ভারতীয় হ্যাকার গ্রুপ ‘ইন্ডিশেল’ এর দ্বারা আক্রমণের স্বীকার । ইতি মধ্যে একাধিক সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট ‘ইন্ডিশেল’ এর আক্রমণ এর স্বীকার হয়েছে । “সিকিউরিটি-রে” এর এক বার্তায় দেখা যায় ইন্ডিশেল পাকিস্তান আক্রমণের পর তাদের পরবর্তী টার্গেট এখন বাংলাদেশ । কেননা বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণে তারা ক্রদ্ধ ।
গতকাল পর্যন্ত তথ্য থেকে বেশ কিছু ওয়েব সাইট ভারতীয় হ্যাকার নিয়ন্তনে নিয়ে নেয় তবে এগোলো কতো গুলো পুনঃউদ্ধার করা গেলেও এখনো অনেক সাইট হ্যাকার দের দখলে রয়েছে । ভারতীয় হ্যাকার দের আক্রমনের কিছু সাইট :
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/
ভারতীয় হ্যাকার দ্বারা বাংলাদেশী ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু হওয়ায় আতংকে আছে অনেকে । এর প্রভাবে বাংলাদেশি অনেক ওয়েব সাইট বড় ধরনের ক্ষতির সস্মক্ষিন হতে পারে । কেননা বাংলাদেশের সরকারি ও বেসরকারি অনেক ওয়েব সাইটের সিকিউরিটি ব্যবস্থা দুর্বল ।
Time 02:00 আপডেটঃ এদিকে বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ তাদের ফেসবুকে জানিয়েছে এখন পর্যন্ত শেষ ৩ ঘণ্টায় বিডি হ্যাকাররা ৭৪০৩ টি ওয়েব সাইটে আক্রমণের কবলে ফেলতে সক্ষম হয়েছে ।
Time 02:30 মাএ কিছু ক্ষন আগে 'বাংলাদেশ সাইবার আর্মি' আরও ১০৫ টা ওয়েব সাইট হ্যাক করল সুএ ফেসবুক
এই মাএ প্রমান হাতে পেলাম বাংলাদেশ 'বাংলাদেশ সাইবার আর্মি' Bytegrafix এর ফুল সারভার হ্যাক করতে সক্ষম হয়েছে । যার ফলে শতাধিক ভারতীয় ওয়েব সাইট ক্ষতিগ্রস্থ ।।
সর্বশেষ বিগত ২৪ ঘন্টায় বিডি হ্যাকার দল ভারতীয় আট হাজার (৮৫০০+) এর মত ওয়েব সাইটে আক্রমন করতে সক্ষম হয় ।
(পোষ্টটি কপি করাঃ - http://www.techtunes.com.bd/internet/tune-id/112201 )
হ্যাকিং এর সর্বশেষ আপডেট ও গরম সব খবর পেতে এই বাংলাদেশ সাইবার আর্মির গ্রুপের পেজে চোখ রাখতে পারেন.... : https://www.facebook.com/groups/bdcyberarmy/