"বাংলায় ওয়েব হোস্টিং নিয়ে উন্মুক্ত আলোচনা" এই শ্লোগান নিয়ে শুরু হল হোস্টিং আলোচনা ভিত্তিক ফোরাম "হোস্ট আলাপন"। আজ থেকে এই ফোরামটি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। নিজের একটি ওয়েব সাইট থাকা কারো জন্যে শখের, কারো প্রফেশনাল কাজের বিজ্ঞাপন, কারো বা আবার শেয়ার করার জন্য বেশ প্রয়োজনীয় একটি উপকরণ হয়ে দাড়িয়েছে বর্তমান ইন্টারনেটের যুগে। আর সেই ওয়েব সাইট বানাতে গেলেই মনে ভেসে আসে হাজারো প্রশ্ন। প্রশ্ন জন্মে হোস্টিং, ডোমেইন ইত্যাদি নিয়ে। ইন্টারনেটে যে খুজঁলে পাওয়া যাবে না, তা নয়। তবে নিজের ভাষায় যদি সেই সব প্রশ্নের উত্তর খুঁজে নেয়া যায় তাহলে তার থেকে ভাল কি হতে পারে। এই চিন্তাভাবনা থেকেই জন্ম "হোস্ট আলাপনের"।
"হোস্ট আলাপন" এ আপনি আপনার হোস্টিং বিষয়ক যত প্রশ্ন রয়েছে সবকিছুর উত্তর খুঁজে পেতে সহায়ক পরিবেশ পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং বেছে নিতে শেয়ার্ড, ডেডিকেটেড, ভিপিএস, ফ্রী সব ধরনের হোস্টিং নিয়েই আলোচনা করতে পারবেন। পারবেন হোস্টিং নিয়ে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে।
ডোমেইন বিভাগে আপনি আপনি ডোমেইন ক্রয়ের পাশাপাশি ডোমেইন বিক্রয়ের জন্য সহায়তা পাবেন। এছাড়া হোস্টিং অফারগুলো যদি আপনার পছন্দের না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কাস্টম হোস্টিং প্যাকেজ কেমন দেখতে চান, সেটাও আলোচনা করতে পারবেন।
পাশাপাশি রয়েছে আপনার নিজের সাইট কিংবা ডিজাইন নিয়ে রিভিউ লেখার সুবিধা। কাজেই আপনি চাইলে রিভিউ দিয়ে অনেকের মতামত পেতে পারেন, সেখান থেকেই আপনার সাইট কে আরো উন্নত করার নানা দিক খুঁজে পেয়ে যেতে পারেন।
হোস্ট আলাপন এ রইল আপনাদের আমন্ত্রন। যে কোন সহায়ক পরামর্শ কিংবা এই সাইটে আরো কি কি সুবিধা পেতে চান, তা জানালে আমরা সাইটকে যথাসম্ভব উন্নত করে আপনার কাংখিত সহায়ক একটি সাইটে পরিনত করতে পারবো।
সাইটঃ http://hostalapon.com/
বি:দ্র: হোস্ট আলাপন এ ফোরাম এর পূর্ন রিলিজ দেওয়া হবে ৩১ এ জুলাই ২০১০, শনিবার। ফোরামের কিছু কাজ (বাংলায় অনুবাদ, সম্পূর্ণ নিয়মাবলী, এবং থিম বিষয়ক) কিছু কাজ বাকি থাকায় এই বিলম্ব।
আশা করি আমাদের সাথে থাকবেন এবং ফোরামের সমস্য গুলো আমাদের তুলে ধরবেন ৩১ এ জুলাই ২০১০, এর পূর্ন রিলিজে
সাইটে রেজিষ্টেশনের পূর্বে দয়া করে শর্তগুলো পরে নিবেনঃ http://www.hostalapon.com/rules.php
ধন্যবাদ
হোস্ট আলাপন টিম এর পক্ষে বাবন
সমন্বয়ক