মৃত স্ত্রীর প্রতি ধনাঢ্য স্বামীর ভেল্যুএবল লভ লেটার পড়ে আমি পূলকিত, বিমোহিত সর্বপরি টাস্কিত! পাঠক, আজকের দৈনিক প্রথম আলোর ১৮ পৃষ্ঠায় বিজ্ঞাপনটি পড়ে দেখুন-“লাক্সারিয়াস লভ” কাহাকে বলে।
অফিসে খবরের কাগজ পড়া নিষিদ্ধ! তারপরেও কায়দা করে অনেকগুলো দৈনিকে চোখ বুলাই। গতকাল প্রথম আলো, ইত্তেফাকসহ অনেকগুলো দৈনিক পত্রিকার একটি ঢাউস সাইজের বিজ্ঞাপন দেখে পাঠকদের সাথে শেয়ারনাকরে পারলামনা। চেস্টা করেছিলাম বিজ্ঞাপনটার ছবি এড করেদিতে-কিন্তু আমার মুমাইলের ফুটো ঝাপ্সা হয়! বিজ্ঞাপনের লেখা আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বয়ান করিলাম-যাতে আপনারাও বৌ বিয়োগের পর

১১তম মৃত্যুবার্ষিকী
ইসমাত ইমাম
তোমার তিরোধানের পর ১১বছর কিভাবে কেটেগেল। এই দীর্ঘ ১১ বছর একটি দিনও আমি তোমাকে ভুলে থাকতে পারিনি।সূখে-দূখে আনন্দ বেদনায় সর্বদা তুমি আমাদের মাঝে আছো।তোমার ছেলে মেয়েরা এমনকি তোমার নাতি-নাতনীরাও আজ প্রতিষ্ঠিত।খাবার টেবিলে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এখনও তোমার প্রশংসায় পঞ্চমূখ

তোমার নাতি আসিফের স্বপ্ন পুররণ হয়েছে-নিউ ইয়র্কের বিখ্যাত কয়াম্বিয়া বিশ্ববিদ্যাল্যে থেকে এমবিএ করে আমেরিকার অন্যতম ব্যাবসা প্রতিষ্ঠানে খুব ভালো চাকুরী করছে



বিজয়ের এইমাসে তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।জাতির জনক বংগবন্ধুর ডাকে আমরা মুক্তিযূদ্ধে ঝাপিয়ে পরেছিলাম

মহান আল্লাহতালা, রহমানুর রহিমের কাছে দোয়া করছি-তোমার রুহের মাগফেরাতের জন্য যেন তিনি জান্নাতুল ফেরদৌসের সুশোভিত এক ফুলের বাগানেই তোমার চিরস্থায়ী আসন দেন।
হোসেন তৌফিক ইমাম,ছেলে-মেয়ে,নাতি-নাতনী এবং আপন জন
এন্ডব্লিউ(ই)#১৩,রোড#৫৫, গুলশান,ঢাকা। ফোনঃ ৯৩৩....../৯৮......
রবিবারঃ১১ই ডিসেম্বর,২০১১