লিরিক : কিছু অনুভব
কিছু অনুভব
কিছু নাজানা সব
তোমার আমার মাঝে গড়বে দেয়াল
কিছু আকুলতা
কিছু ব্যকুলতা
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
কিছু ভালোলাগা সুর
কিছু নরোম নরোম ভোর
তোমার আমার মাঝে দাঁড়াবে হেয়াল
কিছু বিমূর্ত ঘোর
কিছু ভাঙা চুরচুর
তোমার আমার মাঝে বাড়াবে খেয়াল
কিছু চোখভাঙা ঘুম
কিছু রাতের নিঝুম
তোমার আমার মাঝে গড়বে খেয়াল
কিছু স্বপ্ন অকারণ
কিছু স্পর্শলাগা মন
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
আর গড়বে দেয়াল।
পেপারলেস...
ট্রাফিকের জ্যামে জমে ক্লান্তির রেশ
ফাস্টট্রেকে জমছে বাণ্ডিল বেশ
জীবনটা তবু যেনো ক্ষয়াটে পাথর
দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে হচ্ছে শেষ
সবকিছু হয়ে যাচ্ছে পেপারলেস।
হ...পেপারলেস...
হু...পেপারলেস...
হুম...পেপারলেস...
অনলাইনে কেনাকাটা জমছে বেশ
বইয়ের জগত আজ ইবুকের দেশ
উইকিপিডিয়া রাখে তথ্য-বাহার
গুগলাআর্থে ঘুরি দুনিয়ার দেশ
সবকিছু হয়ে যাচ্ছে পেপারলেস।
হু...পেপারলেস
হু...পেপারলেস...
হু...পেপারলেস...
ফাইলের মারপ্যাচের দিন শেষ
হাতে হাতে ফাইলটা যাচ্ছে না বেশ
চাচা আর মামাদের অনাহুত চোখমেলা
সেলফোন ডিসপ্লেতে তথ্যের টেস
সবকিছু হয়ে যাচ্ছে পেপারলেস
হু...পেপারলেস...
হু...পেপারলেস...
হু...পেপারলেস...
ফুটনোটঃ সবকিছু পেপারলেস হয়ে গেলেও আমাদের জীবনে শান্তি আসেনি, আসবে কিনা জানা নাই। আমাদের মামাচাচারা বহাল তবিয়তেই থাকবেন, শুধু পাত্রবদল ঘটবেমাত্র।