একুশ এলেই মানুষ হবার লড়াই শুরু
একুশ এলেই মন্ত্রী পাড়ার মশাই গুরু
শুভ্র সফেদ জামা পরে, অআকখ নতুন করে
শিখতে বসেন, লিখতে বসেন, মানুষ হবার মন্ত্র শেখেন
একুশ এলেই আমরা সবাই
রক্ত ঝরার গান গেয়ে যাই...
একুশ এলেই শহীদ মিনার পবিত্রতার পাঠশালা হয়
একুশ এলেই সালাম রফিক নতুন করে পাঠ করা হয়
শোকের নদী উপচে পড়ে, মেকি কিছু মুখোশ পরে
দুঃখগাঁথা পড়তে বসেন, নড়তে বসেন, মানুষ হবার মন্ত্র শেখেন
একুশ এলেই আমরা সবাই
রক্ত ঝরার গান গেয়ে যাই...
একুশ এলেই বিদ্যালয়ের বেঞ্চগুলো সব শোকে কাঁদে
একুশ এলেই ফুলগুলো সব আত্মত্যাগের সুখে কাঁদে
একুশ এলেই নতুন বাজেট কড়কড়ে নোট বেনিয়া চোখে
একুশ এলেই আমজনতার অশ্রুভেজা মিথ্যে শোকে
একুশ এলেই বাংলা ভাষার নাম বেড়ে যায়
একুশ এলেই টকশোয়ের দাম বেড়ে যায়
একুশ এলেই বুদ্ধিজীবীর কাম বেড়ে যায়
একুশ এলেই পা-চর্চার ধাম বেড়ে যায়...
একুশ এলেই ভোরের শিশির নরোম সুরে প্রার্থনা গায়
একুশ এলেই রোদেরা সব ছায়ার শোকে মন্দিরে যায়
গলির মোড়ে রকবাজদের, বাংলা প্রীতি ঠকবাজদের
খুব বেড়ে যায়, খুব বেড়ে যায়
ইংলিশ পড়া ছেলেটিকে, দুয়েকটা লাইন বাংলা লিখে
সভ্য শ্রেণীর বাবা মায়ের গরবেতে বুক ফেটে যায়
একুশ এলেই আমরা সবাই
রক্ত ঝরার গান গেয়ে যাই...
একুশ এলেই আমরা সবাই
রক্ত ঝরার গান গেয়ে যাই...