বাংলাদেশ জামায়াতে ইসলামী কাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। আজ সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সারাদেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সরকারের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি ও ইসলামী মূল্যবোধের ওপর আঘাতের প্রতিবাদে কাল সর্বাত্মক হরতাল পালন করার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
রাজধানীর বায়তুল মোকারম মসজিদের উত্তর সড়কে জামায়াতে ইসলামীর ডাকা আজকের সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাধা দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, অনুমতি না নেওয়ায় আজ সোমবার ঢাকাসহ দেশের কোথাও জামায়াতে ইসলামীকে বেআইনি সমাবেশ করতে দেওয়া হবে না।
জামায়াতের ডাকা বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে বায়তুল মোকারম মসজিদের উত্তর সড়ক ও আশপাশের এলাকাগুলোতে পুলিশ ও র্যাবের সশস্ত্র সদস্যরা পাহারা দিচ্ছেন। ওই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান।
মতিঝিল থানার অতিরিক্ত উপসহকারী কমিশনার (এডিসি) মেহেদি হাসান প্রথম আলো ডটকমকে বলেন, এখানে কোনো ধরনের বেআইনি সমাবেশ করতে দেওয়া হবে না। কারণ এ সমাবেশের কোনো অনুমতি নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এজন্য সব কিছু করা হবে। এ ব্যাপারে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারই এতে বিঘ্ন ঘটাচ্ছে।’
দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, সরকারের ‘দুঃশাসন ও সীমাহীন দুর্নীতির’ প্রতিবাদে আজ বিকেল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর সড়কে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। গতকাল এক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান দাবি করেন, সমাবেশ ও এতে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে গত ২৯ নভেম্বর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন তাঁরা।
সমাবেশ করতে না দেওয়ার কারণ হিসেবে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রচলিত আইনে রাজধানী ঢাকায় সভা-সমাবেশ করতে হলে যেকোনো দলকেই ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) অনুমতি নিতে হবে। আমার জানামতে, এখন পর্যন্ত জামায়াত পুলিশ কমিশনারের অনুমতি নেয়নি বা অনুমতির জন্য কোনো আবেদন করেনি। তাই বিনা অনুমতিতে ঢাকা বা দেশের কোনো অঞ্চলে আমরা কোনো বেআইনি সমাবেশ করতে দেব না।’
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে বলেন, ‘জামায়াত সমাবেশ করার জন্য আবেদন করেছে। কিন্তু নিরাপত্তার কারণে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’