দ্বিধান্বিত হৃদয়
---------বাহাউদ্দিন আবির
.
আগে থেকেই দূরের ভেবে থাকলে কাছে কি আসা যায়//
এসব দেখে তো জোড়া হৃদয় এমনিতেই ভেঙ্গে যায়//
হৃদয় ভাঙ্গার হাহাকার শুনে শিশির সব উবে যায়//
দূরের ভেবে রাখলে কি আর হৃদয় জোড়া লাগানো যায়??
.
হঠাৎ,
হৃদয়ের মন্দিরে ঘন্টা বেজে উঠে//
যদি,
বাতাসে নয়ত কেউ বাজিয়ে দিলে//
তবে!
থামানো যায় কেবল নিজের ইচ্ছে হলে//
কিন্তু,
দ্বিধা থাকলে হৃদয়ে, সব জট পাকিয়ে উঠে।।