কতগুলো চিৎকারের কণ্ঠস্বর জমা হয়েছে
উপত্যকা থেকে উপত্যকায়,
ঠোঁটগুলো নড়াচড়া করেছে অগ্নিতে,
না ছোঁয়া স্বপ্নগুলো বিছানো স্কোয়াডে, স্কোয়াডে;
মহাবিস্ফোরণে ভেঙে যাবে
সমতল, উপত্যকা, ভাটির দেশের নিরবতা,
তৃষ্ণার্ত, শুকনো সবুজ জংগলে দাউদাউ করে জ্বলবে দাবানল!
ছাইচাপা আগুন,
তুষারে ঢেকে রাখা লাভা,
সমুদ্র জোয়ার
এবার কথা বলবে, দেখো!
কথা বলবে ভূমিহীন মানুষ,
মুমূর্ষু রুগী,
তালাকপ্রাপ্তা নারীরা;
গর্জে চাবুক কেড়ে নেবে!
জেগে উঠবে খুন হওয়া রাজপথের রাজনৈতিক ছেলেটা,
বিতাড়িত জেলেরা
আগুনের ধোঁয়ায় মূর্ছা যাবে পৃথিবী,
মূর্ছা যাবে ভয়ংকর শাসক!
ছুরি হাতে উঠে আসবে জবাই হওয়া বোবা প্রাণীগুলো,
চাবুক হাতে খাদেম!
কম্পনে কম্পনে অনেকগুলো ব্যথা
কেঁপে কেঁপে উঠবে সবুজে সবুজে,
করতালিতে মুখরিত হবে সাহসী সৈন্যর ফাঁসি,
রাত পোহালেই নতুন ভোর!
ধর্ম গুরুর দৃষ্টি থেকে গোপন হবে জাহান্নামের বিভীষিকা,
খুনের নেশায় উম্মত্ত ধর্ষিত বালিকা;
বাল্য বিয়ের বাসররাতে বালিকার হাঙ্গামা!
নতুন ফুলেরা জমায়েত হয়েছে রাজপথে,
দখলে নিতে অথবা খুন হতে!
কপাল পুড়বে এবার পীরের রতি সাধনে,
কাঁপন ধরবে ঘুষের আসনে, তোষণে, শোষকের শোষণে!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬