কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট বানানো একদম সহজ! পুলিশের ভেরিফিকেশনের ঝামেলা নেই, ছবি নেই, ফরম নেই, যে দেশের নাগরিক হন সমস্যা নেই, আপনি জীবিত কিংবা মৃত তাও সমস্যা নেই, পাসপোর্ট হয়ে যাবে অনায়াসে! আপনাকে পাসপোর্ট প্রতি মাত্র ২৫০০-৩০০০ টাকা খরচ করতে হবে! দালাল পাইতে আপনার কোন সমস্যা নেই! সেখানে নিয়োজিত মাননীয় পুলিশ মহোদয়, মাননীয় আনসার মহোদয়, মাননীয় পিয়ন মহোদয়, কেরানী, অফিসার সবাই হাসি মুখে ঘুষ খেয়ে যান! গেটে প্রবেশ করার আগেই আপনাকে উপকার করার জন্য নানান লোক চলে আসবে! আপনি সৎ শিক্ষিত মানুষ কনফিদেন্ত নিয়ে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়া নিজের হাতে ফরম পূরণ করে পাসপোর্ট অফিসে জমা দেয়ার জন্য নিয়ে গেলেন, জমাও দিলেন, আপনার আবেদনে বিশেষ এক চিহ্ন ব্যাবহার করা হবে যেন উপরের অফিসার জানে যে আপনাই দালালের মাধ্যমে আসেন নাই! কয়েক ঘণ্টা পর আপনাকে জানানো হবে যে আবেদন সঠিক নাই, জন্ম সনদ সঠিক নাই ইত্যাদি ইত্যাদি! সব কিছু ঠিক থাকার পরো এটা নিয়ে অফিসারের কাছে গেলেন ঠিক নাই ক্যান জানতে চান? বখাটে/ মাস্তান টাইপ চেহারার অফিসার আপনাকে বলে দিবে নিচে লোক আছে ওদের সাথে যোগাযোগ করেন! আপনি নিচে এসে পিয়ন ধরলেন, ভাই হেল্প করেন! সাথে সাথে জনা দশেক ঝাঁপাইয়া পড়ে আপনাকে নিয়ে যাবে সম্মুখ গেটের বাহিরে পার্শ্ববর্তী হাতের বামের রাস্তার পাশে চার তোলা ভবনের নীচ তলায়! ওমা! ????? এলাহি কাণ্ড? মূলত পাসপোর্ট অফিস হচ্ছে এখানে, শত শত মানুষ, শত শত ফরম পূরণ করা হচ্ছে! আহা কি ইজি! ৩০০০ টাকা ছাড়েন মিয়া, সাত দিন পড়ে আসেন! এক দম পানি! আপনি নেপালের নাগরিক, কিচ্ছু যায় আসে না! আহা, কি শান্তি! আহা কি শান্তি! ফক ভেরিফিকেশন, ফক লং টাইম ওয়েট, ফক ছবি, টবি, ফরম! আপনি বাদশাহ...... পয়সা দেন মাল নেন! আসেন ভাইয়েরা আসেন...... এটাই স্বাধীনতার সুফল!
বিঃ দ্রঃ বিজ্ঞানী হকিং হাবল টেলিস্কোপে দেখেছেন মঙ্গলে পাসপোর্ট অফিসের দালালেরা বাড়ি করতেছে!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮