(১)
আয় ‘মিথ্যা কথাগুলো বলি, ‘কসম করে বলি কানাই;
মুখের ভাষায় কাউরে লেংটা কইরা গালি দেই নাই,
শরীরের চাহিদা বিনা গৃহপালিত বউটারে ভালবেসে চুমা দেই নাই,
রাস্তায় দেখা হলে বন্ধুর প্রেমিকার বক্ষ-বাম চেয়ে দেখি নাই,
অনেক ভাল আছি, পেট পুরে খাই যেমন দোয়া ভাই!
শুনো সত্যটা; মা’ কসম! ভেতরের কথা জানাই,
পান থেকে চুন খসলে আমি লেংটা কইরা ছাইড়া দেই,
বিয়া কইরা ভাত কাপড় দেই তাই যখন মন চায় বিছানায় লইয়া যাই!
‘নারী’ পুরুষ থেকে সৃষ্টি তাই চোখে, কল্পনায়, বাস্তবে ধর্ষণ করি ভাই!
আমি পুরুষ, আমার কোন বাছ-বিচার নাই; যারে সুযোগে পাই!
(২)
আসেন সত্য কথা বলি, ‘দশটা বছর কেঁদে কেঁদে বুক ভাসাইলাম;
অ খোদা! আমার পাত্থরের নিচে কপালটা উলটাইয়া দিলা না!
নাফ, শিতালক্ষা, ফোরাত, নীল নদে রক্তের বন্যা, তুমি থামাইলা না!
পুরুস্কারে ভইরা দাও হেগোরে, যারা তোমায় গালি দেয় ঘোরে বে-ঘোরে,
ফাউ খাইয়া মোল্লায় ঢেঁকুরে ‘শুকরিয়া’ ভাল রাখছো মোরে!
অতঃপর; অন্তর দৃষ্টি খুলে দেখি, ‘কোন খানে কোন হালায়?
কে মরে কার জ্বলায়, কার জ্বালায় কে ফালায়! কে কার কাছে খুঁজে?
দিনরাত চোখ বুঝে মাথা গুঁজে লিল্লায়, চিল্লায় হল্লায় অবুঝে!
ইবলিসের শিসে বিষে দল ভারী কেল্লায়, মোল্লায় থাকে সুযোগে!
বিলিয়ন গ্যালাক্সির বিলিয়ন সূর্য যার বোঝা সেই বোঝে
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮