রাজনীতি বাণিজ্যের ভাল ফলে বাংলাদেশ বলাৎকার!
বাঁকা কথায় পটু সেদিনের ছাত্রনেতা ছেলেটাও ব্যাংকার।
টেণ্ডার, চাঁদাবাজি, ধর্ষণে সেঞ্চুরি
তাঁরা দেশের, দশের কাণ্ডারি!
যখন ভোট আসে,
আবারো মিছিলে মিছিলে ওরা চিৎকার করে
হায়;
বাঙালী অতীত ভুলে এক গাল হাসি তুলে
সেই নেতার এক হাজার টাকায় হেলে দুলে
ড্যান্স মারে, আর
রাত হলে সে টাকায় পতিতাপল্লীতে গোসল করে!
আহা! সংবিধান , আমার পার্লামেন্ট;
স্বঘোষিত আইন প্রণেতার টি২০ ভোটের টুর্নামেন্ট,
কিছু বললে পাছায় ডিম দেব শালা, দাঁড়া;
তোর জন্য বাঁড়া
উঁচানো খাঁড়া,
সাতান্ন ধারা!
সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় কানে কানে কয় যারা
ক্ষেইত্তা কামলা বাঙালিরে শুরু কর গোয়া মারা,
চাল ডাল তেল পেঁয়াজের আগুন বাজারে
নেতা চলে আমদানি করা শুল্কবিহীন টয়োটা ল্যান্ড ক্রুজারে!
নিবেদন করি
সংবিধানের দুই ‘ক’ তে রাষ্ট্রের ধর্ম কেন?
বাকী সব কি ভেসে আসা যেন তেন?
আবার মূল নীতির আটের এক আর বার’তে ধর্মনিরপেক্ষতার বর্ণনা,
এ যেন মাইনকা চিপার চেতনা!
শুধাই;
ক্ষমতার বদলে জাতির পিতার প্রতিকৃতি
ধারা চারের ‘ক’ আবারো হবে কি বিকৃতি?
সাতের এক ধারায়, তের ধারায়, আরও কত কত ধারায়
প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কি?
বাতাসে অক্সিজেন বাড়ায় মন্ত্রীর বাড়ির ঘি!
ভোটাধিকার যদি কৃষকের অধিকার হয়,
নির্বাচন কমিশন লেজ গুটাইয়া কেন নীরব রয়?
কৃষক শ্রমিকের মুক্তির কত কত যুক্তিতে চৌদ্দ ধারা,
কৃষকের ছেলেকে অবৈতনিক পিএইচডি দিয়েছে কি সতের ধারা?
ধারায় ধারায় ছলচাতুরী বোলবাতুরি
কোটি কোটি টাকা বরাদ্ধ খায় কাহারে?
বাজেট জমা হয় বিলাস বহুল পতিতার বাসরে, আর
সুইস ব্যাংকের লকারে!
উনিশ ধারা আরামে ঘুমায়
সুযোগের সমতাধারী
বিদেশী শ্রমিক তো ‘বালের কামলা’
খোঁটা দেয় সরকারী কর্মচারী!
তাহলে একুশ ধারা মুচে দাও সংবিধান থেকে,
রাষ্ট্রের কামলারা যেন এই ধারা চোখে না দেখে!
সাতাশ ধারায় বলে গেলে আইনের দৃষ্টি সমান,
‘হায়!
জেল খানায় প্রগতিশীল যুবকেরা শক্ত রুটির সাথে টেপের পানি খায়;
ওদিকে ক্যান্টিনে,
কোটিপতি ধর্ষকের মোরগ পোলাও, ঠাণ্ডা পানীয় রোজ রোজ যায়!
আটাশের দু’য়ে,
নারী-পুরুষ সমান অধিকার হাসিল করে
একথা শুনলেই পুরুষের জিব্বায় তেঁতুলের রস ভরে!
সরকারী নিয়োগ লাভে উনত্রিশে সুযোগের সমতার বিধান
সরকারী কর্তারা টেলিফোনে করে সমাধান!
উলঙ্গ করিয়া পিটা দুর্বল জনগণরে,
বত্রিশ ধারা,
জীবন ও ব্যক্তি-স্বাধীনতা একসাথে ক্রসফায়ারে!
কিচ্ছা সাজাও ইচ্ছাময় তেত্রিশ ধারা,
চাপাবাজি, গলাবাজিতে চালিয়ে দাও সাতান্ন ধারার ক্ষমতা,
মুছে দাও উনচল্লিশ এক’র
চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩