এসো মুক্তির উপায় খুঁজি সত্যের মিথোসে
অতীন্দ্রিয়ে নয়; অতি বর্ণনায়, লাগোসে!
এসো যুগোপযোগী শিক্ষা নিয়ে আধ্যাত্মিক হই,
ভণ্ডামিতে নয় কাব্যরসে!
এসো দক্ষতায় কথা বলি; অদক্ষতায় নয়
ডাকো; কুসংস্কারে ধর্মগুরু, সমাজপতি, যারা জমি চাষে!
বল আর উম্মত্ততায় নয় এসো দিব্যজ্ঞানে,
এসো মনঃসংযোগ করি শৃঙ্খলায়, নয় বাহাসে!
তর্কে এসো ব্যক্তিত্বে, প্রফুল্লতায়; নিয়ন্ত্রিত বিচক্ষণতায়
সদা স্বচ্ছ সদা সতর্ক পরশে।
এসো মেধাগুলোকে আধুনিকায়ন করি; কৌতূহলে নয়
স্বর্গীয় দরবারে কথা হবে মনোজ্ঞ, সুখকর, ভালবেসে!
এসো ঘুরে আসি ঈশ্বরের সিংহাসনে, স্বর্গীয় প্রাসাদে,
মোরাকাবায়, নির্জন কোন গুহায় ধর্মপত্নীর ঔরসে!
এসো ধ্যান করি আত্মিক পরিশুদ্ধতায়; আঁধার আলো বিবেচনায় নয়
নিবেদিত প্রাণে, বিশ্বস্ততায়, বিরোধে নয় উৎসাহে।
এসো ভয় দুর করে বিস্ময়ে দেখি পৃথিবীর সৃষ্টি!
তুচ্ছ অভিযোগে কারো ঘরের মোমবাতি নিভিয়ে নয়,
নয় কারাদণ্ডে, নির্যাতনে, মৃত্যুদণ্ডে, নির্বাসনে।
ধর্মের রঙে রঙে নয়; মানবতার মানদণ্ডে পৃথিবী দেখি।
এসো ব্যাপক উতসাথে মানবতার গান শুনি,
মামুলি কঠিন আনুগত্যে নয়, নির্লিপ্ততায় নয়, আধুনিক প্রবনতায়!
এসো সাহিত্যে জড়াবো বিবেকের আগ্রহ; গলাবাজিতে নয়
ভালবাসার মূল্যবোধে গড়বো বিশ্ব, তারুণ্যে।
এসো পাথুরে প্রান্তরে ফুল লাগিয়ে দেই,
নদীগুলোতে ভালবাসার অশ্রু মেখে দেই,
এসো জ্ঞানের দরজা খুলে দেই সকল ধর্মমতের পাঠশালায়,
বিশ্বাস গ্রহনের ভ্রান্তি দুর হোক হৃদয়ের প্রান্ত থেকে!
বিলুপ্ত হোক আগ্রাসী আধুনিকায়নবাদীর প্রলাপ, ধর্মগুরুদের স্বেচ্ছাচারিতা,
এসো সহিষ্ণু হবো, উদার হবো, প্রানবন্ত রবো নিমিষে নিমিষে!
এসো হে নবীন শ্রম দেই যুক্তিতে, পদার্থবিদ্যায়, গনিতে,
এসো নষ্ট করি যত অহংকার, ঔদ্ধত্য, জ্ঞানী ভাব!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩