যখন দেখবে চেয়ে
পিপীলিকার দল কোলাহলে সরব
আমার সমাধির পরে,
ভেবে নিও ওরাই আমি!
তোমরা বুঝে নিও
সমাধির পাশে জমে থাকা পানিতে
ভাসমান ক্ষুদ্র মাছটি আমি!
আমি প্রকৃতি থেকেই এসেছি,
সেখানেই ঠাই নেব।
তোমরা দেখে নিও
আমি ডালপালাহীন উদ্ভিদ হয়ে
কবরের উপর দাড়িয়ে থাকবো!
সেই উদ্ভিদের নতুন কচি মুখটি
খুঁটে খাওয়া হলুদ পাখীটিও আমি!
তোমরা দেখে যেও
জোছনাস্নাত চাঁদিনী রাতে
আমার কবিতারা রব তুলবে ঝিঁঝিঁ পোকার কণ্ঠে,
ভেবে নিও আমিই ঝিঁঝিঁ পোকা!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭