আমার বাসার সামনেই গলির রাস্তা, রাস্তার ওপারে সরকারী ৩টে ডাস্টবিন!
আমি হালকা অলস,
তাই মাঝরাতে ময়লার ব্যাগ ছুঁড়ে মারি ডাস্টবিনে,
কিন্তু ব্যাগটা প্রতিবারই ডাস্টবিনের পাশে পার্ক করা বেণ্টলে গাড়িটার উপর পড়ে!
বরাবরের মতই আমি অনুতপ্ত হই এবং সকাল হলে পর্দা সরিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি গাড়ির বোনাটে ময়লার ব্যাগটা আছে কিনা?
কিন্তু কোনদিন সকালে ময়লার ব্যাগটা দেখিনি!
তাহলে কে সরিয়ে নেয় এই ব্যাগ?
অনেকদিন পর ময়লার ব্যাগ ফেলতে গিয়ে বিবেকে বাধা দেয়!
আমি সিঁড়ি দিয়ে নীচে নামছি, আচমকা অনুভব করলাম কে যেন আমার কাঁধে হাত রেখেছে!
সেকেন্ড ফ্লোরের অনেক ফ্রেন্ড লিফটে না যেয়ে সিঁড়ি ব্যবহার করে, ভাবছি পরিচিত কেউ,
পেছনে ফিরে তাকাতে দেখি কেউ নেই!
গা হিম হয়ে এলো! দ্রুত সিঁড়ি বেয়ে নীচে নেমে গেলাম!
কেউ একজন দাড়িয়ে আছে রাত ১:১৫’র ডিউটি বাসের অপেক্ষায়,
আমি দ্রুত হেঁটে তাঁর পাশে দাঁড়ালাম, চেহারা লক্ষ্য করলাম আলো আঁধারীতে অস্পষ্ট মনে হচ্ছে!
অতঃপর সে যখন আমার দিকে তাকাল, আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম।
আজ তিন দিন হল আমি হাসপাতালের বেডে!!(চলবে)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩