আমায় নেশা করতে দে,
তোর বুকে বোনা শুকনো পাতার ভাঁজে,
পাট কাঠীতে, কাগজের পাতায়!
তোর তনয়া ফারাক্কার শুকনো মাটিতে
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া পানির সোঁদা গন্ধে
আমি মাতাল হব!
শতাব্দী থেকে শতাব্দীর কালে কালে
অনাচার দেখে দেখে বিদ্রোহের কলিজা
বিষাদে কাতর হয়ে প্রবোধ হারিয়েছে,
এসব আমি ভুলে যাব নেশার ঘোরে!
নেশার ঘোরে হলেও
তোকে ভালবেসে বিদায় হোক এই আত্মার!
দালাল আর ওদের দোসররা
উদারতার কথা বলে,
আধুনিক সম্প্রীতির কথা দিয়ে,
ঈশ্বরের অস্তিত্বের দোহাই দিয়ে বুকে টেনে,
এখন রাষ্ট্রদ্রোহী, অবিশ্বাসী বলে,
আমার প্রাণনাশের ছক আঁকে!
আমি এও জানি,
সদা সতর্ক প্রাণ তোকে ছেড়ে যেতে দিবে না,
আমি বিদ্রোহী খেপা, তোকে ভালবেসে আত্মহারা,
এবার আমায় নেশা করতে দে,
নেশার ঘোরেই যাক প্রাণ!
তোর প্রতি অনুরাগে ঈর্ষান্বিত হয়ে
ওরা হনন করুক ভালবাসার উত্তেজনা!
আমায় ছেড়ে দে স্বদেশ, আমি মাতাল হব!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩