দয়াল......
মানুষের মন কুত্তায় বুঝে মানুষ বুঝে না
কি জ্ঞান দি বানাও তারে প্রভু ছাড়ে না।।
মানুষ করে কুত্তার আওয়াজ সদায় ঘেউ ঘেউ
কুত্তায় বুঝে মুচকি হাসে বুঝল নারে কেউ
মানুষ নুন খাইয়া চুন মাখে, ভোলামন
উপকার মনে রাখে না।।
মানুষ চুরি করে মানুষের ঘর কুত্তা দেয় পাহারা
কুত্তা বুঝে প্রভুরে কয় সামনে আছে ফাঁড়া
মানুষ খাল কাটিয়া কুমির আনে, ভোলামন
মানুষ ভজতে জানে না।।
প্রভুর মরায় কুত্তা মরে বেঁধে রাখা যায় কি ঘরে
ভালবাসায় কাইন্ধা মরে ও সে প্রভুর কবরে
আরে মানুষ মরলে মানুষ হাসে, ভোলামন
যাযাবর দেখে বুঝল না।।
কথা ও সুরঃ মাঝিবাড়ি
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩