প্রায় ৯৯ লক্ষ বর্গকিলোমিটারের দেশ কানাডা। বর্তমান হিসাবে জনসংখ্যা মাত্র ৩ কোটি ৬২ লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩.৬ জন লোক বসবাস করে। জাতীয় ঋণের পরিমাণ 1,117,595,418,758 কানাডিয়ান ডলার। সিআইয়ে ওয়াল্ড ফ্যাক্টবুক অনুসারে (: Click This Link)। জিডিপি এর ৯৮.৮ ভাগই হল ন্যাশনাল ঋণ। একটি সকল সম্পদে প্রাচুর্য দেশের জন্য কিভাবে এটি সম্ভব? তবে সেখানে যাই হোক বাংলাদেশের অবস্থান এর চেয়ে বহু থেকে বহু গুণ ভাল। বাংলাদেশের ন্যাশনাল বা সরকারী র্্ণের পরিমান জিডিপির ২৪% (https://en.wikipedia.org/wiki/Government_debt)
অপরদিকে এশিয়া মহাােদেশর সিটি স্টেট সিংগাপুরের অবস্থান আরো খারাপ। জিডিপির ১১০% ই হল জাতীয় ঋণ।
এবং সর্বাধিক জিডিপির ২৩৪% ঋণ নিয়ে জাপানের অবস্থান সবার শীর্ষে।
অন্যদেশ নয় শুধু উপরোক্ত ২টি দেশ কানাডা এবং সিংগাপুর নিয়ে যদি আলোচনা বা পর্যালোচনা করা যায় তাহলে মনে হয় যে তাদের দেশের প্রায় সকল প্রপার্টিই হয়েছে ঋণের মাধ্যমে। এখন কানাডার বিশাল প্রাকৃতিক সম্পদ এর অধিকারী দেশ এর নিজস্ব সম্পদ ব্যবহারটাও কি ঋণের মাধ্যমই হয়েছে। এবং সেখানকার সকল প্রযুক্তি এবং মানুষের প্ররিশ্রম এর মাধ্যমে অর্জিত প্রপার্টিও কি ঋণ এর মাধ্যমেই হয়েছে? বিষয়টি ............।
গুগল সার্চের মাধ্যমে যদি ওয়াল্ল্ড ডেট ক্লক দেখেন তাহলে অন্যান্য উন্নত দেশের কি ভয়াবহ অবস্থা তা দেখা যাবে। এতে খুব সহজেই দেখা যাবে যে দেশ যত উন্নত সে দেশের ঋণ তত বেশী। এই মুহুর্তে যখন ব্লগ লেখছি তখন স্বপ্নের দেশ অামেরিকার জাতীয় ঋণের পরিমাণ $ 20,500,851,815,513 কত যেন ট্রিলিয়ন আমার অংকে ধরে না। তবে তাদের ঋণ পরিশোধের অযোগ্য। অথাৎ এত অধিক পরিমাণ ঋণ যে এই মুহুর্তেও যদি নতুন করে ঋণ না নেয় (যা কখনো সম্ভন নয়) তবু তা পরিমোধ করতে বহু শত বছর লাগবে।
ক্লিক: Click This Link চীন ২য় অবস্থানে অছে তার 4,661,968,598,139 (: Click This Link)ডলার ঋণ নিয়ে। এদের কাছাকাছি অবস্থানে আছে রাশিয়া, জার্মনিী, বৃটেন, ইন্ডিয়া।(: https://en.wikipedia.org/wiki/Government_debt)
ক্যাম্পাস থেকে বের হয়ে কর্ম জীবনে আছি একটি ব্যাংকে। ৭০ লক্ষ টাকা গৃহ নির্মান ঋণ অুনমোদন হল। কিন্তু বারংবার ঋণ নেয়ার ইচ্ছা থাকলেও পরেই মনে হয়েছে এত বড় বোঝা নেয়ার কি দরকার? যা আমর সামর্থ্য নেই তা পাম্প করে সামর্থবান বা বড় হবারই বা কি দরকার। এর পরিবর্তে কিছু সঞ্চয় সকরে ধীরে ধীরে নিজেই কিছু করার অভিপ্রায়ে ঋণ গ্রহন বাদ দিলাম। অথচ পৃথিবীর সকল উন্নত দেশ বলতে যা দেখলাম যারা যত বেশী ঋণী তারা তত বেশী ধনী। তহিলে অমিও কি এ পথেই হাটব?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭