পশ্চিমা জোট কর্তক সিরিয়াকে ঘৃনার গুরুত্বপূর্ন কয়েকটি কারণ উ্লেখ করে তার ৯মিনিট ভিডিওতে তিনি বলেন বলেন - আমাদের কোন রথচাইল্ড নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক নেই, কোন আই এম এফ এর ঋণ নেই, কোন জেটিক্যালি মডিফাইড ফুড নেই, তাদের নিয়ন্ত্রিত তেল ও তেল পাইপলাইন নেই,আমরা এন্টি-সিক্রেট সোসইটি এবং এন্টি-জায়োনিস্ট। (. https://www.youtube.com/watch?v=TP3mXVRd89Y)তার সংক্ষিপ্ত বর্ণনায় তিনি বলেন - ইউএস, ইউকে,ইউ এবং ইসরাঈল কেন সিরিয়াকে ধ্বংস করার জন্য এত ক্ষিপ্র কেন?
Syria’s Central Bank is state-owned & controlled:
৯/১১ এর পূর্বে যে সাতটি দেশে রথচাইল্ড/আইএমএফ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম ছিল না তার মধ্য সিরিয়া একটি। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক সরকারী মালিকানাধীন। অন্য কথায় সিরিয়ার ব্যাংক/মুদ্রা ব্যবস্থা এমনভাবে পরিচালিত হত যা সিরিয়ার জনগনের কল্যানে পরিচালিত হত কিন্তু তা রথচাইল্ড নিয়ন্ত্রিত এবং নিউইয়র্ক, লন্ডন, ফ্রাংকফুট, প্যারিস, তেল-আবিব ও ব্যাসেল থেকে পরিচালিত গ্লোবাল ব্যাংকিং এর কোন কল্যানে আসত না। অর্থাৎ বিদেশী ফাইনান্স্যারদের পরিবর্তে এর উপাদন, বন্টন, ও শ্রম ও অভ্যন্তরীন চাহিদা অনুসারে সকল কিছূ নিয়ন্ত্রিত হত। এ পলিসির কারণে সিরিয়াকে বিলিয়ন, বিলিয়ন বৈদেশীক ঋণ ও বিভিন্ন শর্ত থেকে মুক্ত থাকার সুযোগ করে দেয়। বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রনকারী Rothschild, Rockefeller, Warburg, Goldman Sachs, HSBC, CitiCorp, JP Morgan Chase এর সম্পূর্ন স্বার্থের জন্য সিরিয়া ধ্বংস ও নিয়ন্ত্রন করার জন্য আইএস, এফএসএ।
2) Syria has no IMF (International Monetary Fund) debt:
সিরিয়ান লিডাররা এটা ভাল করেই জানত যে- আইএমএফ ইন্টার-গভমেন্ট অরগানাইজেশন হিসেবে পরিচালিত হলেও এটি পরিচালনা ও মালিকানায় রয়েছে এলিট ব্যাংকাররা। এবং আই এমএফ তাদের ঋণ আদায়ের জন্য কালেকটিং এজেন্ট বা পুলিস হিসেবে দায়ত্ব পালন করবে যখন কোন দেশ ঋণ পরিশোধের শর্ত মানবে না অথবা সিরিয়ার ন্যায় তাদের সিস্টিমের বাইরে থাকবে। আইএমএফ এর ঋণের জালে আবদ্ধ হওয়া অর্থই হল কোন দেশ এর সকল কাজ, পরিশ্রম ও প্রচেষ্টা সবই পরজীবি global bankers এর স্বার্থে চলে যাওয়া।
আই এম এফ এর যে নিয়মটা সবচেয়ে ক্ষতিকর তা হল অন্য দেশের সাথে বাণিজ্য করার সময় তা অবশ্যই ডলারের মাধ্যমে হতে হবে। অথাৎ ডলার চিরন্তনভাবে প্রাধান্য বিস্তার করে যাবে। অথচ সভরেন ন্যাশন স্টেট গুলো খুব সহজেই অনেকটা আগ্রহের সাথেই এই সকল নিয়ম মেনে নেয়।
3) Syria has banned genetically modified (GMO) seeds: আমাদের কাছে GMO ফুড কোন ইস্যু বা সমস্যা না হলেও কথিত ডিক্টেটর বাশার আল- আসাদ তার সিরিয়ার জন্য নিষিদ্ধ করে দিয়েছিল। ফলে মেগা ব্যাংকারদের সাবসিডিয়ারী প্রতিষ্টান বা এগ্র-বিজনেস ও জিএমও জায়ান্ট বিশ্ব ক্যান্সার প্রসারের অগ্রদুত মনসান্টো, সিনজেন্টা এই নিষিদ্ধ কোন ভাবেই মানেত পারনী। ফলে মেগা-পাওয়ার(যুদ্ধ/আইএসএস/এফএসএ) প্রজেক্ট এর মাধ্যমে সিরিয়ার নিয়ন্ত্রন নেয়ার প্লান করে। কারণ পরবর্তি ওয়াল্ড ক্রাইসিস তৈরীী হবে লেকে নিয়ে নয় বরং ফুড কন্ট্রল এর উপর। জিএমও সিড এর সম্পূর্ন প্যাটেন্ট হল মনসান্টো এর ফলে তাদের ব্যভস্থা গ্রহন করার অর্থ হল প্রতিবছর চাষ করার জন্য তাদের কাছ থেকে বীজ ক্রয়। এবং নিজস্ব বীজ ব্যবস্থা পুরো ধ্বংস। কোন ক্রাইসিস তৈরী হলে মনসান্টো যদি ইচ্ছা করে তাদের বীজ সরবরাহ বন্ধ করবে তবে আর ফিজিক্যাল ওয়ারের দরকার হবে না। ঠিক এ ধরনের রিস্ক মোকাবেলার জন্যই বাসার তার দেশকে জিএমও মুক্ত রাখতে চেয়েছিল।
ইরাক যুদ্ধে জয়ের পর ইউএস জোট সেখানে মনসান্ট এর জিএমও বীজ ও তা চাষ করা বাধ্যতামুলক করে
৪) Syria has massive oil and gas reserves:
পৃথিবীর মধ্য অন্যতম তেল ও গ্যাসের রিজার্ভ
রয়েছে। এবং এ সকল তেল ও গ্যাস সহজে উত্তলন যোগ্য।যা ওয়াল্ড এলিট;দের অ্যন্যতম লক্ষ।
সোর্স.: Click This Link
. http://www.apfn.org/apfn/gold.htm
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১৩