বিষয়টি এখন অনেকটাই প্রকাশ্য যে, আমেরিকা যখনই যে দেশে আক্রমন করছে সেখানকার ড্রাগ চোরাচালানিকে সংরক্ষন ও প্রাসারিত করেছে। ৭০ এর দশকে VIETCONG কর্তক আফিম ফিল্ড ধ্বংস এবং সে অজুহাতে আসেমরিকা সেখানে দখলদারিত্ব প্রতিষ্টা করে আফিম চাষ ও চোরাচালিানি বৃদ্ধি করছে ঠিক একইভাবে তালেবান সরকার কর্তক আফিম চাষ নিষিদ্ধ করার পর ৯/১১ ঘটিয়ে সন্ত্রাস প্রতিহত করার ঘোসনার মাধ্যমে দখলদারিত্ব প্রতিষ্টার পর আফিম চাষ প্রায় ২০ গুন বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালে আফগানিস্থঅনে আফিম ্বুৎপাদনের পরিমান ছিল মাত্র ১৮৫ টন। আর এখন ৬,৬১৫টন।
ছবি: নারোক ব্যাংক এইচএসবিসি
আফিম থেকে উৎপন্ন হিরোইন প্রাচার করার মাদ্যমে ইউএস এর বৃহৎ বৃহৎ ব্যাংগুলো প্রচুর অবৈধ অর্থ ইপার্জন করছে। এছাড়া নারোক ব্যাংক নামে পরিচিত এইচএসবিসি মানি লন্ডারিং ও ড্রাগ এর অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে অগ্রগন্য। উল্লেখ্য যে, ১৮৪২ সালে চীনের সাথে প্রথম আফিম যুদ্ধে জয়ের ফলে হংক এ উপর নিয়ন্ত্রন গ্রহন করে আফিম এর অর্থ পাচার ও বিতরন করার জন্য এইচএসবিসি ব্যাংক স্থাপন করা হয়।
আফিম সার্ভে:
সোর্স: ১. Click This Link
২. Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৯