নন্দিত ছন্দের বৃষ্টির ধ্বনি বাজে কানে
আজি মরুর বুকে ঝেপেকে বরফের ফোটা
আমার আর মন বসে নেই একলা এইখানে
এখন শুধু দুর দুর্দম ক্লান্তিহীন পথে ছোটা।
ফোটায় মাটিতে প্রেমময় আবেগী ধোয়া
কস্তুরি গন্ধ হারিয়েছে দিসা তার কাছে
বাতায়ন সেতো মেলিয়া ধরিছে মায়া
পর্দা চকিতে কাপিয়া কাপিয়া নাচে।
(এই মাত্র হৃদয় শীতল করা বৃষ্টির সৌজন্যে।
ভালো থেকো বৃষ্টি, তুমি খুব ভালো।)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯