বড় সমস্যা বনাম ছোট সমস্যা
২০০১ সালে আমার দাদী মারা যান। আমার দাদী আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন। বাবা-মা খুব রাগী ছিলেন, তাই দুনিয়ার আবদার করতাম দাদীর কাছে। দাদী তার সাধ্যমত আব্দার, অন্যায় আব্দার, দাবি-দাওয়া মেটাতেন। মানুষটা খালি দিয়েই গেলো। কিছু ফেরত দেয়ার সুযোগটাও দিলেন না।
যেদিন উনি মারা গেলেন, সেদিন আমি প্রথম... বাকিটুকু পড়ুন