প্রিয় ব্লগার কি করি আজ ভেবে না পাই
তাহার কথা কি আর বলবো ভাই ।
তাহার কথা মনে পড়তেই
খুলে বসলাম ব্লগ খাতা
সে আর লেখব কি কথা
শত চেষ্টায়ও পারিনি লিখতে
তাহার মত করে গুছিয়ে ছড়া আর কবিতা ।
মাঝে মাঝে ভাবি বসে বসে,
তিনি ভরপুর থাকেন দঙ্গে আর রসে।
পিড়িতের আগে ভাই খেয়েছেন ছ্যাকা,
প্রেম বিরহে দুঃখী তিনি বড় একা ।
মনতা আলাভুলা
সে কথা ধইরা তারে মাঝে মাঝে মারে ঠোয়া
আমাদের আরেক প্রিয় ব্লগার ভাই মোঃ সাইফুল্লাহ ।
ভাই মন্তব্যে করেন ছড়া কবিতা গল্পে লেখেন ছড়া
যায় না বোঝা তাহার মতিগতি ধরা ।
কে জানে ?
আছে কি তাহার মনের আকাশে,
কাহার আশায় ঘুরে বেরায় খোলা বাতাসে ।
হবে কেমন সে রমনী
কে বা হবে তার ঘরনী।
জেনে নিয় তুমি সকল ব্লগারের দীর্ঘশ্বাসে থাকো
তাইতো ভাইয়া কথায় কথায় শুধু ছড়া লেখ ।
জেনে নিয় শত সুখ দুঃখ কষ্টের মাঝে সকলের হৃদয়ে তুমি আছো
তাই সকল কষ্ট ভুলে তুমি মন ভরে এবার হাসো ।
সব নদীর তীর হয় না
তবুও সে তার মত বয়ে চলে
বিরহের মেঘে যেমন বরষা মানে না,
তেমন তোমার দুঃখে অনেক ব্লগারের নয়ন পোড়া অশ্রু জলে ।।
অতঃ আমি একজন নতুন ব্লগার আমি তেমন কবিতা গল্প লেখতে পারি না । তবুও অনেকে লেখছেন দেখে দেখে আমারও ইচ্ছে হল তাই লেখলাম । দয়া করে কেউ ভুল বুঝবেন না ।নতুন মানুষ হয়ত ভালো নাও লাগতে পারে ।
তারপরেও কথায় আছে রাঁধতে রাঁধতে রাঁধুনী আর বাঁধতে বাঁধতে বাঁধুনী
জাষ্ট একটু ফান করার চেষ্টা । বিশেষ করে প্রিয় ব্লগার কি করি আজ ভেবে না পাই ভাই ক্ষমা করে দিবেন আপনার অনুমতি না নিয়ে আপনার নামে কবিতা লিখলাম বলে ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩